আমিরাতে করোনার ‘ভুল তথ্য’ ছড়ালেই সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪০ এএম, ১৯ এপ্রিল ২০২০

করোনাভাইরাস সম্পর্কিত যেকোনও ধরনের ভুল তথ্য ছড়ালে ২০ হাজার দিরহাম (৪ লাখ ৬০ হাজার টাকা প্রায়) জরিমানার বিধি চালু করেছে সংযুক্ত আরব আমিরাত। পাশাপাশি , স্বাস্থ্য মন্ত্রণালয় ও অন্যান্য স্বাস্থ্য সংস্থাগুলোকে ‘প্রকৃত তথ্য’ প্রকাশের দায়িত্ব দিয়েছে দেশটির সরকার।

শনিবার আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লিউএএম জানায়, যেকোনও ব্যক্তির জন্য মিথ্যা, বিভ্রান্তিকর বা সরকারি ভাবে যে ঘোষণা দেয়া হয়নি সেধরনের মেডিকেল তথ্য বা নির্দেশনা প্রিন্ট, অডিওভিজ্যুয়াল, সামাজিক যোগাযোগমাধ্যম বা অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে প্রচার বা প্রকাশনা নিষিদ্ধ করা হয়েছে।

মূলত করোনাভাইরাস সম্পর্কিত গুজব প্রতিরোধেই এমন কঠোর ব্যবস্থা নিয়েছে আমিরাতের সরকার। দেশটিতে এ পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ৩৭ জন। আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৩০২ জন।

সূত্র: আর জাজিরা

কেএএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।