রমজানে বাড়িতেই নামাজ আদায়ের পরামর্শ সৌদি ধর্মীয় পরিষদের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৫১ পিএম, ১৯ এপ্রিল ২০২০

চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী সবাইকে বাড়িতেই থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এমনকি বিভিন্ন দেশে মসজিদে নামাজ আদায়ের ওপরও নিষেধাজ্ঞা আনা হয়েছে।

পাঁচ ওয়াক্ত নামাজের সময় বিভিন্ন মসজিদে আজান দেওয়া হলেও মুসল্লিরা এখন আর দলে দলে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারছেন না।

মানুষ থেকে মানুষে করোনা ভাইরাসের সংক্রমণের ছড়িয়ে পড়ে। সে কারণেই লোকজনকে জনসমাগম এড়িয়ে চলতে বলা হয়েছে। মসজিদে নামাজ আদায় করলে জনসমাগম ঘটে। শুধু মসজিদ নয় অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও সব ধরনের ধর্মীয় আচার-অনুষ্ঠান ও প্রার্থনাতেও জনসমাগম ঘটে। সে কারণেই সব ধরনের ধর্মীয় অনুষ্ঠানে জনসমাগম নিষেধ করা হয়েছে।

করোনার বিস্তার ঠেকাতে লোকজনকে বাড়িতে বসেই নিজ নিজ ধর্মের প্রার্থনা করতে বলা হয়েছে। এদিকে, সৌদির কাউন্সিল অব সিনিয়র স্কলার্সের শীর্ষ ধর্মীয় নেতারা রমজানে বিশ্বের মুসল্লিদের ঘরে বসেই নামাজ আদায়ের পরামর্শ দিয়েছেন।

সৌদির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলে হয়েছে, করোনার বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে সামাজিক দূরত্ব বজায় রাখতে মুসল্লিদের বাড়িতে বসেই নামাজ আদায়ের পরামর্শ দেওয়া হয়েছে।

সৌদির কাউন্সিল অব সিনিয়র স্কলার্স এক বিবৃতিতে জানিয়েছে, মুসল্লিদের জনসমাগম এড়িয়ে চলবে হবে। কারণ এটাই ভাইরাস ছড়িয়ে পড়ার অন্যতম কারণ।

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, সবার এটা মনে রাখা উচিত যে, মানুষের জীবন হেফাজতে রাখা একটি মহৎ কাজ। এর মাধ্যমে স্রষ্টার সান্নিধ্য অর্জন করা সম্ভব।

টিটিএন/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।