লকডাউন তুললে কী হতে পারে, সতর্ক করলেন বিশেষজ্ঞ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:৩২ পিএম, ১৯ এপ্রিল ২০২০

অডিও শুনুন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত ব্রিটেনে মৃত্যুবরণ করেছে ১৫ হাজার ৪৪৪ ব্যক্তি। আক্রান্ত হয়েছে ১ লাখ ১৪ হাজার ২১৭জন। প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা। এরইমধ্যে চিন্তা বাড়াচ্ছে অর্থনীতিও। লকডাউন এভাবে চালিয়ে গেলে অর্থনীতিকে কঠিন অবস্থার মুখে পড়তে হবে তা নিশ্চিত। সেটার পরিণতিও হকে ভয়াবহ।

আর তাই সব দেশেরই চেষ্টা কত দ্রুত পরিস্থিতি স্বাভাবিকের দিয়ে নেয়া যায়, অর্থাৎ লকডাউন তুলে নেয়া যায়। কিন্তু এ ব্যাপারে সতর্ক করে দিয়েছেন যুক্তরাজ্য সরকারের সায়েন্টিফিক অ্যাডভাইজরি গ্রুপ ফর এমারজেন্সির সদস্য স্যার জেরেমি ফারার। তিনি বলছেন, ভাইরাসের প্রথম দফার সংক্রমণের সবচেয়ে খারাপ সময়টা যুক্তরাজ্য পার করেছে, কিন্তু লকডাউন বিধিনিষেধ যদি এত দ্রুত শিথিল করা হয় তবে কয়েক সপ্তাহের মধ্যে এ ভাইরাস আবার ফিরে আসবে।

এই সংক্রামক রোগ বিশেষজ্ঞ মনে করেন, নাটকীয়ভাবে যদি সংক্রমণের হার কমে আসে তাহলে হয়তো তিন থেকে চার সপ্তাহ পর বিধিনিষেধ শিথিল করা যেতে পারে।

স্কাই নিউজকে তিনি বলেছেন, কেভিড-১৯ এর ভ্যাকসিনের ব্যাপারে তিনি আশাবাদী। একইসঙ্গে তিনি একটি কঠিন সত্যও মনে করিয়ে দিয়েছেন তা হলো- অন্য কোনো হিউম্যান করোনাভাইরাসের জন্যও কোনো ভ্যাকসিন এখনও পর্যন্ত আবিষ্কৃত হয়নি। তবে আমরা যে ভ্যাকসিন তৈরি করে ফেলবই সেটা নিশ্চিত করে বলা যায় না।

মৃত্যু ১ লাখ ৬০ হাজার ছাড়াল
মহামারি করোনাভাইরাস ইতোমধ্যে বিশ্বের ১ লাখ ৬০ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে; আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা ২৩ লাখ ৪৫ হাজারের বেশি। যুক্তরাষ্ট্রে আক্রান্ত প্রায় ৭ লাখ ৩৯ হাজার। এরমধ্যে ৩৯ হাজারের বেশি মানুষ মারা গেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ হিসাব দিয়েছে। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া হিসাব অনুযায়ী, ইতালিতে আক্রান্ত ১ লাখ ৭৬ হাজারের মধ্যে ২৩ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত ইউরোপের আরেক দেশ স্পেনে। সেখানে আক্রান্ত হিসেবে শনাক্ত ১ লাখ ৯৬ হাজার রোগীর ২০ হাজার ৬০০ এর বেশি মারা গেছেন।

তবে আশার খবর, চীনের উহান থেকে প্রাদুর্ভাব শুরু হওয়া করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নিয়ে ইতোমধ্যে ৬ লাখের বেশি মানুষ সুস্থ হয়েছেন। তবে আক্রান্তদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

মৃত্যু-আক্রান্তের সংখ্যা কমছে স্পেনে
স্পেনে প্রাণঘাতী করোনাভাইরাসে গত দু'দিনে মৃত্যুর সংখ্যা কমতে শুরু করেছে। রোববারের হিসাব অনুযায়ী, দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪১০ জনের মৃত্যু হয়েছে। আগের দিন এই সংখ্যা ছিল ৫৬৫। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে মোট ২০ হাজার ৬৩৯ জন। গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম এই ভাইরাসের প্রাদুর্ভাব ঘটে।

বর্তমানে বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে।

আমিরাতকে ৫৫ লাখ হাইড্রোক্সিক্লোরোকুইন দিলো ভারত
সংযুক্ত আরব আমিরাতে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য ম্যালেরিয়ারোধী ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেট পাঠিয়েছে ভারত। নয়াদিল্লিতে নিযুক্ত আরব আমিরাতের দূতাবাসের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। গত মাসে ম্যালেরিয়ার এই ওষুধের রফতানি নিষিদ্ধ করে ভারত। বিশ্বে হাইড্রোক্সিক্লোরোকুইনের শীর্ষ উৎপাদনকারী এই দেশটিতে করোনার প্রকোপ শুরু হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রফতানি নিষিদ্ধের ঘোষণা দিয়েছিলেন।

কিন্তু প্রাণঘাতী করোনার চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহারে সুফল পাওয়া যাওয়ায় যুক্তরাষ্ট্রেও ওষুধটির ব্যাপক চাহিদা তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হাইড্রোক্সিক্লোরোকুইনের রফতানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান।

এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।