করোনা: কানাডায় একদিনে মৃত্যু বেড়েছে ১২%

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:২৪ পিএম, ১৯ এপ্রিল ২০২০

কানাডায় ২৪ ঘণ্টার ব্যবধানে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় ১২ শতাংশ। রোববার দেশটির জনস্বাস্থ্য সংস্থার প্রকাশিত পরিসংখ্যানের বরাত দিয়ে রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, কানাডায় করোনায় মৃত্যুর সংখ্যা একদিনে ১২ শতাংশ বেড়ে এক হাজার ৫০৬ জনে পৌঁছেছে।

এক বিবৃতিতে কানাডার জনস্বাস্থ্য সংস্থা বলছে, দেশে একদিন আগে করোনাভাইরাসে আক্রান্ত রোগী ৩২ হাজার ৪১২ জন থাকলেও বর্তমানে সেই সংখ্যা ৩৩ হাজার ৯২২ জন। এছাড়া শনিবার পর্যন্ত দেশটিতে করোনায় ১ হাজার ৩৪৬ জনের প্রাণহানি ঘটলেও রোববার তা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫০৬ জনে।

করোনা পরিস্থিতি নিয়ে প্রতিদিনই দেশটির জনগণের উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। দেশব্যাপী করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে জনগণকে সাহস দিয়ে যাচ্ছেন তিনি। একই সঙ্গে তার সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরছেন।

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশটিতে আরও কয়েক সপ্তাহ লকডাউন অব্যাহত রাখার কথা বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। ইউরোপের বিভিন্ন দেশে করোনায় প্রাণহানির সংখ্যা ক্রমান্বয়ে বাড়লেও বিভিন্ন ধরনের পদক্ষেপ নেয়ায় কানাডায় এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে মন্তব্য করেছে জাস্টিন ট্রুডো। করোনার এই দুর্যোগে দেশটির নাগরিকদের জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছেন।

কয়েকদিন আগে তার স্ত্রী সোফি গ্রেগৈরি করোনার চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেন। স্ত্রী করোনায় আক্রান্ত হওয়ার পর স্বেচ্ছা আইসোলেশনে ছিলেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও।

এসআইএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।