দুই সপ্তাহের মধ্যে সবচেয়ে কম মৃত্যু ব্রিটেনে

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৪৬ পিএম, ১৯ এপ্রিল ২০২০

করোনাভাইরাস প্রাদুর্ভাবের কেন্দ্র ইউরোপের দেশ যুক্তরাজ্যে আজও ৫৯৬ জন কোভিড-১৯ রোগী মারা গেছে। তবে গতকালের ৮৮৮ জনের তুলনায় এই সংখ্যাটা অনেকটা কম। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আজ জানিয়েছে, গতকাল শুক্রবার একদিনে প্রায় ৬শ মানুষ মারা গেলেও একদিনে মৃত্যর সংখ্যায় গত দুই সপ্তাহের মধ্যে এটা সর্বনিম্ন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দেশে করোনায় মৃত্যুর মিছিল থামছে না। গত একদিনের ছয়শ ‍মৃত্যু নিয়ে যুক্তরাজ্যে নভেল করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা এখন ১৬ হাজার ৬০ জন। এছাড়া এখন পর্যন্ত ১২ লাখ ২০ হাজারের বেশি আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

যুক্তরাজ্যের হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার বিভাগ আজ শনিবার তাদের হালনাগাদকৃত হিসাবে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও প্রায় ৬ হাজার করোনা রোগী শনাক্ত করা হয়েছে। যা গতকালর সাড়ে ৫ হাজারের চেয়ে কিছুটা বেশি।

বিবিসি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাজ্যে সরকারিভাবে যত মানুষের মৃত্যুর খবর দেওয়া হচ্ছে তা শুধু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃতের সংখ্যার হিসাব। এছাড়া বিভিন্ন কেয়ার হোম ও বাড়িতে মৃতের সংখ্যা এখানে নথিভূক্ত করা হয়নি। তাই প্রকৃত মৃত্যুর সংখ্যাটা আরও অনেক বেশি হতে পারে।

করোনায় আক্রান্ত বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। গত ১১ জানুয়ারি করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে চীনে। এরপর মার্চের মাঝামাঝি থেকে বাড়তে শুরু করে মৃত্যু। এপ্রিলে এসে তা ভয়াবহ রূপ নেয়। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত প্রায় ২৪ লাখ মানুষের মধ্যে ১ লাখ ৬৩ হাজারের বেশি মানুষ মারা গেছে।

এসএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।