আমিরাতে আরও ২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪৮৪

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন , আমিরাত প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪৬ এএম, ২১ এপ্রিল ২০২০

সংযুক্ত আরব আমিরাতে প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৮৪ জন।

এছাড়া সুস্থ হয়েছেন ৭৪ জন। এদিন দেশটিতে ২৫ হাজার ৭৯৫ জনের অধিক করোনাভাইরাস পরীক্ষা করা হয়।

সোমবার (২০ এপ্রিল) আমিরাত স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যমতে করোনাভাইরাসে সর্বমোট আক্রান্ত সংখ্যা ৭ হাজার ২৬৫ জন, সম্পূর্ণ সুস্থ হয়েছেন ১ হাজার ৩৬০ জন ও মারা গেছেন ৪৩ জন।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে করোনাভাইরাসে মৃতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে আক্রান্ত রোগীদের সুস্থতা কামনা করা হয়েছে।

সেই সাথে সবাইকে সতর্কতার সাথে করোনাভাইরাস মোকাবিলায় পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান জানিয়েছে।

বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।