৪ মে থেকে লকডাউন শিথিল হচ্ছে ইতালিতে

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৫৪ পিএম, ২১ এপ্রিল ২০২০

করোনাভাইরাস মহামারির প্রকোপ কিছুটা কমে আসায় আগামী ৪ মে থেকে ইতালিতে লকডাউন শিথিল হচ্ছে বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী জিউসেপ কোতঁ। তবে একবারে পুরোপুরি না তুলে সুনির্দিষ্ট পরিকল্পনামাফিক ধারাবাহিকভাবে তুলে নেয়া হবে এসব নিষেধাজ্ঞা।

মঙ্গলবার ফেসবুকের এক পোস্টে ইতালির প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আশা করি যদি বলতে পারতাম, সব খুলে দেয়া হোক। কাল সকাল থেকেই আমরা শুরু করবো… কিন্তু এমন সিদ্ধান্ত হবে দায়িত্বহীন। এতে সংক্রমণের হার অনিয়ন্ত্রিতভাবে বাড়বে এবং এ পর্যন্ত আমরা যত চেষ্টা করেছি সব বৃথা হয়ে যাবে। আমাদের অবশ্যই জাতীয় পরিকল্পনার ভিত্তিতে কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে উপযুক্ত গবেষণা এবং বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে। কিছু সংখ্যক লোককে খুশি করার জন্য নয়, উৎপাদক, কোনও প্রতিষ্ঠান বা অঞ্চলের বিশেষ অনুরোধেও নয়।’

jagonews24

জিউসেপ কোতঁ বলেন, ‘নিষেধাজ্ঞা তুলে নেয়ার সঙ্গে সঙ্গে সংক্রমণও বাড়বে। আমাদের অবশ্যই এটিকে সর্বনিম্ন ও সহনীয় পর্যায়ে ধরে রাখার জন্য প্রস্তুত থাকতে হবে। এর জন্য প্রত্যেকটি প্রতিষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা তো বটেই, পিক আওয়ারে গণপরিবহনের ভিড়ের বিষয়টি বিবেচনা করে পরিকল্পনা করতে হবে।’

করোনা সংক্রমণের কারণে গত ৯ মার্চ থেকে লকডাউন চলছে ইতালিতে। দেশটিতে বন্ধ রয়েছে অনাবশ্যক ব্যবসাপ্রতিষ্ঠান, চলাচলে রয়েছে কড়া নিষেধাজ্ঞা। কেবলমাত্র জরুরি নিত্যপণ্য কিনতে বাইরে যেতে পারছেন বাসিন্দারা।

তবে গত কয়েকদিন ধরে দেশটিতে করোনার প্রকোপ কিছুটা কমেছে। সোমবার সেখানে নতুন রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ২৫৬ জন, যা গত একমাসের মধ্যে সর্বনিম্ন। ইতালিতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪ হাজার ১১৪ জন। একমাত্র যুক্তরাষ্ট্রেই করোনায় এর চেয়ে বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এছাড়া, ইতালিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮১ হাজারেরও বেশি। এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন প্রায় ৪৯ হাজার মানুষ।

সূত্র: রয়টার্স

কেএএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।