আমিরাতে করোনায় আক্রান্ত আরও ৪৯০ জন, মৃত্যু ৩

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন , আমিরাত প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৬ এএম, ২২ এপ্রিল ২০২০

সংযুক্ত আরব আমিরাতে ৩০ হাজারের অধিক সংখ্যক মানুষকে পরীক্ষা করে ৪৯০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগীকে শনাক্ত করা হয়েছে। নতুন করে সুস্থ হয়েছেন ৮৩ জন ও মৃত্যুবরণ করেছেন ৩ জন। তারা সবাই এশিয়ান নাগরিক বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার (২১ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যমতে, আমিরাতে করোনাভাইরাসে আক্রান্ত সংখ্যা সর্বমোট ৭ হাজার ৭৫৫ জন, সম্পূর্ণ সুস্থ হয়েছেন ১ হাজার ৪৪৩ জন ও মৃত্যুবরণ করেছেন ৪৬ জন।

করোনাভাইরাস নির্মূলের লক্ষে দেশব্যাপী জীবাণমুক্তকরণ অভিযানের প্রাথমিক রাউন্ডের সাফল্যের পর দুবাইতে গত শুক্রবার থেকে জীবাণমুক্তকরণ অভিযানের মেয়াদ আরও ১ সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে। সেইসাথে দেশটিতে ১৪ টি ড্রাইভথ্রু টেস্টিং সুবিধা চালু করেছে যেখানে প্রতিদিন হাজার হাজার করোনাভাইরাস পরীক্ষা করা যেতে পারে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে করোনাভাইরাসে নিহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করে আক্রান্ত রোগীদের সুস্থতা কামনা করেছেন। সেই সাথে সবাইকে সতর্কতার সাথে করোনাভাইরাস মোকাবিলায় পরিষ্কারের পাশাপাশি সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান জানিয়েছেন।

এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।