মে মাসের দ্বিতীয়ার্ধ থেকে স্পেনে লকডাউন প্রত্যাহার

করোনা সংক্রমণের হার কিছুটা কমতে শুরু করায় দেশজুড়ে চলমান লকডাউন আগামী মাসের মাঝামাঝি সময় থেকে ধীরে ধীরে লকডাউন প্রত্যাহার করা করা শুরু হবে স্পেনে। প্রধানমন্ত্রী পেদ্রো শানচেজ আজ বুধবার সরকারের এমন পরিকল্পনার কথা জানিয়েছেন দেশটির পার্লামেন্টে।
ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের অনলাইন প্রতিবেদন অনুযায়ী, ইউরোপের অন্যতম করোনা বিপর্যস্ত এই দেশটির প্রধানমন্ত্রী আজ বুধবার সংসদের এক অধিবেশনে এমন ঘোষণা দিয়ে আগামী ৯ মে পর্যন্ত জাতীয় জরুরি অবস্থার (লকডাউন) মেয়াদ বাড়ানোর ব্যাপারে আইনপ্রণেতাদের সমর্থন চেয়েছেন।
করোনার প্রাদুর্ভাব শুরুর পর গত ১৪ মার্চ থেকে স্পেন লকডাউন। ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে স্পেনের মানুষ। গত ১৪ এপ্রিল থেকে দেশটির লকডাউন কিছুটা শিথিল করা হয়। জরুরি সেবা খাতে নেই, এমন প্রায় তিন লাখ কর্মী কাজে যোগ দেন সেদিন থেকে।
প্রাদুর্ভাব শুরুর পর প্রতিদিন শত শত মানুষের মৃত্যুর মধ্য দিয়ে দেশটির কোণঠাসা হয়ে পড়ে। প্রধানমন্ত্রী পেদ্রো শানচেজ করোনাভাইরাসকে জীবনকালের সবচেয়ে বড় সংকট হিসেবে অভিহিত করেন। কিন্তু টানা কয়েক দিন মৃত্যুহার ও সংক্রমণ কমে যাওয়ার পর লকডাউন শিথিলের সিদ্ধান্ত নেয় সরকার।
গত ১৪ এপ্রিল থেকে যারা কাজে যোগ দিয়েছেন, তাদের মধ্য আছেন নির্মাণকর্মী এবং বিভিন্ন কারখানার উৎপাদন খাতের শ্রমিকেরা। তবে দোকান, পানশালা বা রেস্তোরাঁ বন্ধই থাকছে। তবে এর মধ্যে আগামী ২৭ এপ্রিল থেকে শিশুদের বাইরে বের হওয়া ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেয় দেশটির সরকার।
স্পেনে করোনা আক্রান্তের সংখ্যা এখন ২ লাখ ৪ হাজারের বেশি। ইউরোপে যা সর্বোচ্চ আর বৈশ্বিক পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের পরেই স্পেনের অবস্থান। দেশটির ২১ হাজার ২০০ এর বেশি মানুষ করোনায় প্রাণ হারিয়েছেন। তবে সাম্প্রতিক দিনগুলোতে সংক্রমণ ও মৃত্যু কম থাকায় দেশটিতে লকডাউনে ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনায় আসে।
এসএ