গাজা উপত্যকার করোনা টেস্ট বন্ধ করে দিলো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:২১ পিএম, ২২ এপ্রিল ২০২০

অবরুদ্ধ গাজা উপত্যকার অধিবাসীদের করোনাভাইরাস পরীক্ষায় ইসরায়েলি সেনাবাহিনীর উদ্যোগটি বাতিল করে দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। বুধবার এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম।

সম্প্রতি প্রতিদিন গাজা উপত্যকার ৫০ জনের নমুনা পরীক্ষার ঘোষণা দিয়েছিল ইসরায়েলি সেনাবাহিনী। দু’দিনে ১০০ জনের নমুনা সংগ্রহও করেছিল তারা। ডেইলি মারিব জানিয়েছে, ইসরায়েল সরকার সেনাবাহিনীর সেই উদ্যোগ বাতিল করে দিয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী নাফতালি বেনেট জানিয়েছেন, যোগাযোগে ঘাটতির কারণে তিনিও গাজায় করোনা টেস্টের বিষয়ে কিছুই জানতেন না।

সম্প্রতি ইসরায়েলি কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছিল, গাজা উপত্যকায় করোনা সংক্রমণ ইসরায়েলের জন্যেও মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে। গত ১৪ বছর ধরে অবরুদ্ধ এ অঞ্চলটিতে এ পর্যন্ত ১৭ জনের শরীরে প্রাণঘাতী এই ভাইরাস শনাক্ত হয়েছে।

গাজায় বর্তমানে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার তত্ত্বাবধানে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হচ্ছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

কেএএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।