ভারতে আরও ৪৯ মৃত্যু, আক্রান্ত বেড়ে প্রায় ২২ হাজার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৫৭ এএম, ২৩ এপ্রিল ২০২০

ভারতে মহামারি করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় অর্থাৎ বুধবার রেকর্ড দ্বিতীয় সর্বোচ্চ ৪৯ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত মঙ্গলবার দেশটিতে একদিনে রেকর্ড সর্বোচ্চ ৫০ জন কোভিড-১৯ রোগী মারা যান। বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে বুধবার রাতে জানায়, বিগত ২৪ ঘণ্টায় ৪৯ মৃত্যু নিয়ে ভারতে এখন করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৮১ জন। এছাড়া করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা প্রায় ২২ হাজার।

তবে দেশটিতে গত সোমবার একদিনে সবচেয়ে বেশি মানুষ করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়। ওইদিন দেড় হাজারের বেশি করোনা রোগী শনাক্ত করা হয় বলে জানায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশটিতে এখন মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা এখন ২১ হাজার ৭৯৭ জন।

ভারতে করোনা সংক্রমণের সবচেয়ে ভয়াবহ অবস্থা মহারাষ্ট্র রাজ্যে। সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে সেখানে। ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই মহারাষ্ট্রের রাজধানী। মহারাষ্ট্রের পর আক্রান্ত ও মৃতরে সংখ্যায় দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাট। তৃতীয় স্থানে রয়েছে কেন্দ্রীয় রাজধানী অঞ্চল দিল্লি। সেখানেও করোনোর প্রকোপ বাড়ছেই।

এছাড়া মধ্যপ্রদেশ, রাজস্থান ও তামিলনাড়ু; প্রত্যেকটি রাজ্যেই মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় দুই হাজারের কাছাকাছি। দেড় হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশে। তেলঙ্গানায় করোনা আক্রান্ত হাজার ছাড়িয়েছে। পশ্চিমবঙ্গে নতুন শনাক্ত ৩১ জনসহ আক্রান্ত ৪২৩ রোগীর ১৫ জনের মৃত্যু হয়েছে।

এসএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।