‘ব্যর্থ’ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়তে পারে যুক্তরাষ্ট্র : পম্পেও

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৫ এএম, ২৪ এপ্রিল ২০২০

করোনাভাইরাস মহামারি রোধে পর্যাপ্ত ব্যবস্থা নিতে না পরার অভিযোগে সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থায় (ডব্লিউএইচও) অর্থ জোগান বন্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার এ বিষয়ে আরও কঠিন বার্তা দিলেন তার বিশ্বস্ত অনুচর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

তার মতে, যুক্তরাষ্ট্রের আর কখনোই বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অর্থ দান করা উচিত হবে না। এমনকি তারা সংস্থাটি থেকে বেরিয়ে যেতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন পম্পেও।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্ধ-বার্ষিক বাজেট প্রায় পাঁচ বিলিয়ন ডলার। মহামারির মতো জরুরি পরিস্থিতিতে এর পরিমাণ আরও বাড়ে। গত বছর তাদের চারশ’ মিলিয়ন ডলার দিয়েছিল যুক্তরাষ্ট্র, যা সংস্থাটির মোট বাজেটের প্রায় ১৫ শতাংশ।

jagonews24

সঞ্চালকের এক প্রশ্নের জবাবে মাইক পম্পেও বলেন, ‘যুক্তরাষ্ট্র আর কখনোই বিশ্ব স্বাস্থ্য সংস্থায় মার্কিন করদাতাদের অর্থ যাওয়ার দায় না-ও নিতে পারে। সেক্ষেত্রে আমাদের আরও বড় পরিবর্তন দরকার হতে পারে।’

এদিন করোনা মহামারি নিয়ে চীনেরও কড়া সমালোচনা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘শুধু উহানের ল্যাবেই নয়, এই ভাইরাস সম্পর্কে জানতে যেখানে যেখানে দরকার সেখানে যেতে, এর প্রজাতি সম্পর্কে জানতে আজও মার্কিন বিজ্ঞানীদের চীনে যাওয়ার অনুমতি দেয়নি দেশটির সরকার।’

এসময় চীনের কাছ থেকে তথ্য বের করতে ব্যর্থতার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাকেই দায়ী করেন পম্পেও। আর এর জন্যই তাদের জন্য অর্থ জোগান বন্ধ করে দেয়া ‘পুরোপুরি সঠিক’ বলেও মন্তব্য করেন তিনি।

এদিন ডব্লিউএইচও প্রধান পদত্যাগ করলে যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত পরিবর্তন করবে কিনা জানতে চেয়েছিলেন অনুষ্ঠানটির সঞ্চালক। তবে সরাসরি এর জবাব দেননি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। বলেছেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিয়ে আমরা কী করব, বিষয়টি আরও ভালোভাবে দেখতে হবে।’

সূত্র: ডেইলি মেইল

কেএএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।