আক্রান্ত-মৃত্যু বাড়ছে জাপানে
গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথমবারের মতো করোনার উপস্থিতি ধরা পড়ে। এখন পর্যন্ত ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই প্রাণঘাতী।
এদিকে, জাপানে প্রথমদিকে করোনায় আক্রান্তের সংখ্যা কম থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে সেখানে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই।
দেশটির স্বাস্থ্য মন্ত্রনালয় জানিয়েছে, রোববার দেশটিতে নতুন করে আরও ১৯৯ জন প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। অপরদিকে করোনায় আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে।
ফলে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৯৭। অপরদিকে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৩৬৪ জন। দেশটিতে নোঙ্গর করা ব্রিটিশ প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেসের ৭১২ যাত্রী করোনায় আক্রান্ত হয়েছে এবং মারা ১৩ জন।
গত মাস থেকেই জাপানে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে দেখা গেছে। দেশটিতে ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ১ হাজার ৮০৯ জন।
জাপানে বর্তমানে অ্যাক্টিভ কেস ১১ হাজার ২৬০ টি। অপরদিকে ২৯৬ জনের অবস্থা গুরুতর। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জাপানে করোনার প্রাদুর্ভাব শুরু পর যথাযথ ব্যবস্থা নিতে না পারায় বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছে শিনজো আবের সরকারকে। পরবর্তীতে চাপের মুখে দেশজুড়ে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
টিটিএন/জেআইএম