আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞা বাড়াল পাকিস্তান
আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞা বাড়িয়েছে পাকিস্তান। করোনা ভাইরাসের বিস্তাররোধ করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশটিতে আগামী ১৫ মে পর্যন্ত আন্তর্জাতিক কোনো ফ্লাইট আসা-যাওয়া করবে না।
দেশটির বেসামরিক বিমান চলাচল সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। তবে কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম থাকবে বলে জানানো হয়েছে।
এর আগে গত ২১ মার্চ দেশটিতে সব আন্তর্জাতিক ফ্লাইট আসা-যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা এই নিষেধাজ্ঞার সময় আরও বাড়ানো হলো।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক বিবৃতিতে জানানো হয়েছে, পাকিস্তান সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট আগামী ১৫ মে পর্যন্ত বন্ধ থাকবে।
তবে কূটনৈতিক, বিশেষ/কার্গো বিমানের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা থাকছে না বলে জানানো হয়েছে। এছাড়া বিভিন্ন দেশ থেকে পাকিস্তানি নাগরিকদের বহনকারী বিমান চলাচলের অনুমতি দিয়েছে সরকার। পাকিস্তানি নাগরিকরা যেন দেশে ফিরতে পারে সেজন্যই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।
এছাড়া পাকিস্তানে অবস্থানরত বিদেশি নাগরিকদের দেশের সরকার যদি তাদের ফেরত নেওয়ার জন্য বিমান পাঠায় তবে সেসব বিমান প্রবেশ করার বিষয়েও অনুমতি দেওয়া হয়েছে।
পাকিস্তানে এখন পর্যন্ত মোট ১৩ হাজার ৩২৮ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। অপরদিকে মারা গেছে ২৮১ জন। তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৩ হাজার ২৯ জন।
পাকিস্তানে এখন পর্যন্ত করোনার অ্যাক্টিভ কেস ১০ হাজার ১৮ টি। এছাড়া ১১১ জনের অবস্থা গুরুতর। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
টিটিএন/জেআইএম