ফ্রান্সে ২৩ হাজার মানুষের প্রাণ কাড়ল করোনা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৪৭ এএম, ২৮ এপ্রিল ২০২০

ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে প্রাণ গেল আরও ৪৩৭ জনের। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ২৯৩ জন।

সোমবার ফরাসি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত চার দিনের তুলনায় দেশটিতে মৃত্যুহার বেড়েছে ১ দশমিক ৯ শতাংশ। তবে ১০ দিন আগের চার শতাংশের তুলনায় তা যথেষ্ট কম।

কমেছে হাসপাতালে ভর্তি করোনা রোগীর সংখ্যাও। গতকালও ফ্রান্সে ২৮ হাজার ২১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৫ জন।

রোববার পর্যন্ত দেশটিতে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন ৪ হাজার ৬৮২ জন। সোমবার তা কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৬০৮ জনে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে নতুন করে ৩ হাজার ৭৪২ জনের শরীরে ধরা পড়েছে নভেল করোনাভাইরাস। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৫ হাজার ৮৪২ জন।

সূত্র: রয়টার্স, ওয়ার্ল্ডওমিটার
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।