সামাজিক দূরত্ব মানতে বলায় পুলিশের ওপর হামলা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৩৭ পিএম, ২৯ এপ্রিল ২০২০

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার হাওড়ায় সামাজিক দূরত্ব মেনে চলতে বলায় পুলিশের ওপর হামলা চালিয়েছে এলাকাবাসী। এতে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। পরে ওই এলাকায় রাজ্য পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।

এনডিটিভি বলছে, হাওড়ার টিকিয়াপাড়ায় রাস্তার পাশের একটি বাজারে লোকজনকে ছত্রভঙ্গ করে দেয়ার চেষ্টার সময় পুলিশ সদস্যদের ওপর হামলা হয়। উত্তেজিত জনতা পুলিশ সদস্যদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ এবং ধাওয়া করে।

পরিস্থিতি খারাপ আকার ধারণ করায় পুলিশ সদস্যরা টিকিয়াপাড়া পুলিশ চেকপোস্টে গিয়ে আশ্রয় নেন। এ সময় উত্তেজিত জনতা পুলিশ চেকপোস্টেও পাথর নিক্ষেপ শুরু করে। পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করে তারা।

ভারতের এই রাজ্যে এখন পর্যন্ত ৬৯৭ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়েছে কর্তৃপক্ষ। কলকাতার কাছের হাওড়া জেলায় ৭৯ জন করোনা আক্রান্ত হিসাবে শনাক্ত হয়েছেন। রাজ্য স্বাস্থ্য বিভাগ করোনার হটস্পট হিসাবে হাওড়াকে শনাক্ত করেছে।

এদিকে, কলকাতার দক্ষিণাঞ্চলের বেহালা এলাকায়ও পুলিশের সঙ্গে এক মোটর সাইকেল চালকের সংঘর্ষ হয়েছে। লকডাউন উপেক্ষা করে রাস্তায় আসায় ওই চালকের সঙ্গে পুলিশের তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে পুলিশ সদস্যদের ওপর হামলার চেষ্টা করে ওই ব্যক্তি। পরে তাকে গ্রেফতার করে পুলিশ।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।