যুক্তরাষ্ট্রে মেডিক্যাল সহায়তা পাঠিয়েছে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৭ পিএম, ২৯ এপ্রিল ২০২০

যুক্তরাষ্ট্রে মেডিক্যাল সহায়তা পাঠিয়েছে তুরস্ক। এখন পর্যন্ত বিশ্বের অন্যান্য দেশের তুলনায় যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত ও মৃত্যুর ঘটনা সবচেয়ে বেশি।

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যেই করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। প্রাণঘাতী এই ভাইরাসের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষের জীবন-যাপন।

এদিকে, যুক্তরাষ্ট্রকে মেডিক্যাল সহায়তা পাঠিয়েছে তুরস্ক। প্রাণঘাতী করোনার বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করতেই এই সহায়তা পাঠানো হয়েছে।

ওই সহায়তার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি পাঠিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। চিঠিতে করোনার বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের প্রতি একাত্মতা প্রকাশ করেছেন তিনি।

এরদোয়ান বলেছেন, তার বিশ্বাস তার দেশের পাঠানো সহায়তা যুক্তরাষ্ট্রে কোভিড-১৯য়ে আক্রান্ত রোগীদের চিকিৎসায় কাজে লাগবে। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১০ লাখ ৩৫ হাজার ৭৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। অপরদিকে মারা গেছে ৫৯ হাজার ২৬৬ জন।

ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ১ লাখ ৪২ হাজার ২৩৮ জন। তবে ১৫ হাজার ২৯৮ জনের অবস্থা বেশ আশঙ্কাজনক।

অপরদিকে, করোনায় আক্রান্তের সংখ্যায় চীন ও ইরানকেও ছাড়িয়ে গেছে তুরস্ক। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৪ হাজার ৬৫৩। অপরদিকে করোনায় প্রাণ হারিয়েছে ২ হাজার ৯৯২ জন।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।