মহামারি শেষে শহরগুলোতে দরিদ্র হবে ১০ কোটি মানুষ
বিশ্বের বহু বড় বড় শহরে গড়ে ওঠা বস্তিতে নেই পর্যাপ্ত বিশুদ্ধ পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। ফলে করোনাভাইরাস মহামারিতে মারাত্মক ঝুঁকিতে রয়েছে এসব জনবহুল এলাকা। মহামারি শেষে বিশ্বের এসব শহরে নতুন করে দরিদ্র হবে অন্তত ১০ কোটি মানুষ। বুধবার এ তথ্য জানিয়েছেন বিশ্বব্যাংকের এক কর্মকর্তা।
বিশ্বব্যাংকের নগর, দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা, স্থিতিস্থাপকতা এবং বৈশ্বিক স্থল কার্যক্রমের গ্লোব্যাল ডিরেক্টর সামেহ ওয়াহবা বলেন, ‘শহরগুলোতে দরিদ্র, অরক্ষিত ও যাদের সবচেয়ে বেশি সাহায্য দরকার তাদের দিকে নজর দেয়া দরকার। আমাদের হিসাবে চাকরি, আয় ও জীবিকা নির্বাহের পথ হারিয়ে অন্তত ১০ কোটি তথাকথিত নতুন গরিব বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।’
তিনি বলেন,‘করোনা পরবর্তী সময়ে শহরগুলোতে রাজস্ব আদায়ের পরিমাণ ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।’
অনেক শহর কর্তৃপক্ষের কাছেই বস্তিগুলোর অবস্থা সম্পর্কে পর্যাপ্ত তথ্য নেই। এতে তাদের সহায়তা করার পথ আরও কঠিন হয়ে উঠেছে বলে জানিয়েছেন বিশ্বব্যাংকের এ কর্মকর্তা। এর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), হাই-রেজ্যুরেশন স্যাটেলাইট ইমেজ ও থ্রি-ডি ইমেজ ব্যবহার করে বিশ্বের বড় বড় শহরের পানি-টয়লেট সুবিধাবঞ্চিত ও ভিড়ের কারণে সামাজিক দূরত্ব অকার্যকর হয়ে ওঠা এলাকাগুলো চিহ্নিত করার কার্যক্রম শুরু করেছে বিশ্বব্যাংক। এ পর্যন্ত কায়রো, মুম্বাই ও কিনশাসা শহরের জন্য এ প্রযুক্তি ব্যবহৃত হয়েছে।
সূত্র: দ্য স্ট্রেইট টাইমস
কেএএ/জেআইএম