পাকিস্তানে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:২০ পিএম, ৩০ এপ্রিল ২০২০

পাকিস্তানে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৭৪ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, একদিনে এটাই সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত দেশটিতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৭৫৯ এবং মারা গেছে ৩৪৬ জন।

বর্তমানে দেশটিতে লকডাউন চলছে। করোনার বিস্তাররোধ করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। গত সপ্তাহে লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। আগামী ৯ মে পর্যন্ত লকডাউন চলবে বলে জানানো হয়েছে।

এখন পর্যন্ত বিশ্বের ২১০টি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৩২ লাখ ২১ হাজার ২৯ জন। করোনায় প্রাণ হারিয়েছে ২ লাখ ২৮ হাজার ২৫২ জন। অপরদিকে, করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ১ লাখ ৫ হাজার ৭৯ জন।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এরপরেই রয়েছে, স্পেন, ইতালি, ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি, তুরস্ক, রাশিয়া, ইরান এবং চীন।

অপরদিকে, পাকিস্তানের প্রতিবেশী ভারতেও করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। দেশটিতে এখন পর্যন্ত ৩৩ হাজার ৬২ জন প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। অপরদিকে মারা গেছে ১ হাজার ৭৯ জন।

ভারতের বিভিন্ন স্থানে ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৮ হাজার ৪৩৭ জন। দেশটিতে করোনার অ্যাক্টিভ কেস বর্তমানে ২৩ হাজার ৫৪৬টি।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।