জার্মানিতে একদিনে আরও ৭৪ জনের মৃত্যু, আক্রান্ত ৭৯৩

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:১৪ এএম, ০৩ মে ২০২০

জার্মানিতে করোনায় মৃত্যুর মিছিল থামেনি এখনও। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ৭৪ জন প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে সেখানে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৬৪৯টি।

রোববার জার্মানির রবার্ট কশ ইনস্টিটিউট (আরকেআই) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৭৯৩ জনের শরীরে নভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৬২ হাজার ৪৯৬ জনে।

এর আগে, গতকাল দেশটিতে নতুন করে ৯৪৫ জন করোনা রোগী শনাক্তের কথা জানিয়েছিল আরকেআই। এদিন মৃতুর মিছিলে শামিল হন অন্তত ৯৪ জন।

এদিকে, সংক্রমণ বাড়লেও সম্প্রতি জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল ঘোষণা দিয়েছেন, শিগগিরই দেশটিতে চার্চ, জাদুঘর, চিড়িয়াখানা, খেলার ময়দানগুলো খুলে দেয়া হবে।

ইতোমধ্যেই সেখানে দোকানপাট ও স্কুল চালু হয়েছে। তবে হোটেল-রেস্টুরেন্ট ফের চালুর বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।

জার্মান নেতারা জানিয়েছেন, নিষেধাজ্ঞা শিথিলের পর সংক্রমণ বাড়তে থাকলে প্রয়োজনে আবারও দেশজুড়ে লকডাউন জারি করা হবে।

সূত্র: রয়টার্স, ডেইলি মেইল

কেএএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।