মদের দোকান খোলার অনুমতি দিয়েছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৫৯ পিএম, ০৩ মে ২০২০

করোনাভাইরাসের বিস্তার রোধে জারি লকডাউনের কারণে একমাসের বেশি সময় ধরে বন্ধ থাকার পর অবশেষে ভারতের অনেক রাজ্যে মদের দোকান পুনরায় চালুর ঘোষণা দেওয়া হয়েছে। এসব রাজ্য সরকারের নির্দেশনা অনুযায়ী, সোমবার সকাল ১০টা থেকে এই নির্দেশ কার্যকর হবে।

দোকান মালিকরা বলছেন, এমন সিদ্ধান্তে আপাতত সংকট কিছুটা কমবে। লকডাউনের কারণে এতদিন ক্রেতাদের অতিরিক্ত দামে ও গোপনে মদ কিনতে হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। প্রসঙ্গত, সরকারি নির্দেশনায় সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে।

তবে করোনার বিস্তার ঠেকোতে ভীড় ও জমায়েত এড়াতে সব ধরনের সরকারি নির্দেশনা বাধ্যতামূলকভাবে মেনে চলার কথাও বলা হয়েছে। করোনার বিস্তার রোধে ভারতে তৃতীয় দফায় লকডাউন চলছে। লকডাউনের শুরু থেকে মদের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল দেশটির কেন্দ্রীয় সরকার।

কিন্তু পরিস্থিতি ও চাহিদার কথা মাথায় রেখে শর্তসাপেক্ষে মদের দোকান নির্দিষ্ট সময়ের জন্য খোলা রাখার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেই অনুমতি পেয়েই লকডাউন সংক্রান্ত সব শর্ত মেনে মদের দোকান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির একাধিক রাজ্য।

রাজধানী দিল্লিতে সোমবার থেকে মদের দোকান চালু করার সিদ্ধান্ত নিয়েছে অরবিন্দ কেজরিওয়াল সরকার। তবে মদের দোকান খোলা হলেও লকডাউনের সব শর্ত যাতে মেনে চলা হয় সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে বলা হয়েছে ব্যবসায়ীদের।

মহারাষ্ট্র ও দিল্লির পাশাপাশি কর্নাটক, আসাম ও গোয়া প্রাদেশিক সরকারও মদ বিক্রির অনুমতি দিয়েছে।

এসএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।