২৪ ঘণ্টায় ১০ হাজারের বেশি আক্রান্ত রাশিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:২৮ পিএম, ০৫ মে ২০২০

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে রাশিয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছেই। দেশটিতে একদিনেই ১০ হাজারের বেশি মানুষ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।

মঙ্গলবার দেশটির করোনাবিষয়ক সদর দফতর এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সেখানে আরও ১০ হাজার ১০২ জন করোনায় আক্রান্ত হয়েছে। ফলে দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৫ হাজার ৩৭০ জন।

দেশটিতে গত ২৪ ঘণ্টায় আরও ৯৫ জনের মৃত্যু হয়েছে। ফলে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১ হাজার ৪৫১ জন। অপরদিকে ইতোমধ্যে দেশটিতে সুস্থ হয়ে উঠেছে ১৯ হাজার ৮৬৫ জন।

russia-2

রাশিয়ায় আইসোলেশনের সময় বাড়ানো হয়েছে ১১ মে পর্যন্ত। দেশটিতে ইতোমধ্যেই বহু চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে দুই ডজন হাসপাতাল ইতোমধ্যেই বন্ধ রাখা হয়েছে।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে। এখন পর্যন্ত ২১২টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে।

প্রথমদিকে রাশিয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা কম থাকলেও গত কয়েক দিনে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। করোনায় আক্রান্ত ও মৃত্যুতে বর্তমানে ৭ম অবস্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে করোনার অ্যাক্টিভ কেস ১ লাখ ৩৪ হাজার ৫৪টি। অপরদিকে ২ হাজার ৩০০ জনের অবস্থা আশঙ্কাজনক।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।