করোনা পজিটিভ প্রবাসীদের ফেরত পাঠাচ্ছে আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:২০ পিএম, ০৬ মে ২০২০

করোনা পজিটিভ অনেক পাকিস্তানিকে ফেরত পাঠিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। গত কয়েকদিনে কয়েকশ প্রবাসী পাকিস্তানি দেশে ফিরে আসার পর পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার পাকিস্তানের সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

তবে আমিরাত সরকার এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, ফেরত পাঠানোর আগে প্রত্যেকের করোনা পরীক্ষা করা হয়েছে। এতে যারা করোনা পজিটিভ হয়েছেন তাদের ভ্রমণের অনুমতি দেয়া হয়নি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের জাতীয় নিরাপত্তাবিষয়ক বিশেষ সহকারী মোয়িদ ইউসুফ বলেন, আমিরাতে অধিকাংশ শ্রমিক ডরমিটরিতে গাদাগাদি করে থাকেন। সেখানে প্রত্যেকেই সংক্রমিত হওয়ার শঙ্কা রয়েছে।

তিনি বলেন, অধিকাংশ ফ্লাইটের প্রায় ১২ শতাংশ যাত্রীই করোনা পজিটিভ হয়েছেন। তবে কিছু কিছু ক্ষেত্রে এই সংখ্যা ৪০ থেকে ৫০ শতাংশ হয়েছে।

পাকিস্তানে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অন্তত ২২ হাজার ৮২৩ এবং মারা গেছেন ৫২৬ জন। তবে আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬ হাজার ২১৭ জন।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে করোনায় আক্রান্ত এবং মৃত্যুর শীর্ষে রয়েছে ভারত; দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত লাফিয়ে লাফিয়ে বাড়ছে। প্রায় ৪০ দিনের লকডাউনে শিথিলতা আনার পর এই দেশটিতে মঙ্গলবার ১৯৫ জন মারা গেছেন। দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৬৯৫ জনের এবং আক্রান্তের সংখ্যা প্রায় অর্ধ লাখ (৪৯ হাজার ৪৩৬)।

সূত্র: রয়টার্স, ডন।

এসআইএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।