রাশিয়ায় টানা ৪র্থ দিন ১০ হাজারের বেশি রোগী শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৫১ পিএম, ০৬ মে ২০২০

রাশিয়ায় সপ্তাহখানেক ধরে ঝড়ের বেগে বাড়তে শুরু করেছে করোনাভাইরাসের সংক্রমণ। সেখানে মাত্র চার দিনেই আক্রান্ত হয়েছেন ৪০ হাজারের বেশি মানুষ। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্ত হয়েছে অন্তত ১০ হাজার ৫৫৯ জন। এ নিয়ে দেশটিতে টানা চতুর্থদিন ১০ হাজারের বেশি রোগী শনাক্ত হলো।

এর আগে, গত ৩ মে রাশিয়ায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছিলেন ১০ হাজার ৬৩৩ জন, ৪ মে ১০ হাজার ৫৮১ জন ও ৫ মে শনাক্ত হয়েছেন ১০ হাজার ১০২ জন।

বুধবার রাশিয়ার করোনাভাইরাস ক্রাইসিস সেন্টার জানিয়েছে, দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ৬৫ হাজার ৯২৯ জন। মারা গেছেন ১ হাজার ৫৩৭ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ২১ হাজার ৩২৭ জন।

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় মৃতের তালিকায় যোগ হয়েছে আরও ৮৬ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৪৬২ জন।

ক্রাইসিস সেন্টারের তথ্যমতে, বুধবার রাশিয়ায় দৈনিক রোগী বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৬ দশমিক ৮ শতাংশ, যা মঙ্গলবার ছিল অন্তত সাত শতাংশ।

এদিন নতুন শনাক্ত রোগীদের মধ্যে ৪ হাজার ৩১৪ জন, অর্থাৎ প্রায় ৪০ শতাংশেরই শরীরে কোনো ধরনের উপসর্গ দেখা যায়নি।

রাশিয়ায় করোনা সংক্রমণের হটস্পট এখনও মস্কো। গত ২৪ ঘণ্টায় এ শহরে ৫ হাজার ৮৫৮ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৫ হাজার ৯৭৩ জন, যা পুরো দেশেই আক্রান্তের সংখ্যার প্রায় অর্ধেক। বুধবার মস্কোতে দৈনিক রোগী বৃদ্ধির হার ছিল ৭ দশমিক ৩ শতাংশ। আর সেখানে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫০ জন।

সূত্র: রয়টার্স, তাস, মস্কো টাইমস

কেএএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।