হাজারো সেনার মহড়ায় বেলারুশে বিজয় দিবস উদযাপন
মধ্য-পূর্ব ইউরোপের দেশ বেলারুশের রাজধানী মিনস্কে শনিবার বিজয় দিবস উদযাপনে হাজারো সেনার অংশগ্রহনে সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে। বিশ্বজুড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির ৭৫ বছর পূর্তির অনুষ্ঠান করোনাভাইরাসের কারণে তা বাতিল হলেও ব্যতিক্রম ছিল এই দেশটি।
বেলারুশে সাম্প্রতিক দিনগুলোতে করোনায় আক্রান্তের পরিমাণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেলেও সরকারিভাবে ব্যাপক এই জনসমাগমের আয়োজন করা হয়। ১৯৪৫ সালের ৮ মে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে। ইউরোপে বিশেষ করে জার্মানিতে এই ৮ মে দিনটি মুক্তি দিবস বলে পরিচিত।
করোনা নিয়ে সমালোচনার মুখে রয়েছে সাবেক বেলারুশ। দেশটির সরকার এখনো কঠোর আইসোলেশন পদক্ষেপ নেয়নি। করোনা প্রাদুর্ভাবের প্রথমদিকে দেশটিতে ফুটবল ম্যাচেরও আয়োজন চলছিল দিব্যি। বিশ্বের অন্যান্য দেশ কঠোর পদক্ষেপ নিলেও দেশটির সরকারের অবস্থান ঢিলেঢালা।
বেলারুশের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বেল্টার প্রতিবেদন অনুযায়ী, বিজয় দিবস উদযাপনে রাজধানী মিনস্কে আয়োজিত মহড়ায় ১১ হাজার মানুষ জড়ো হন। সঙ্গে ছিল ৩ হাজার সেনার সামরিক মহড়া। মহড়ায় হাজির কিছু মানুষকে মাস্ক পরতে দেখা যায়। দেশটির টিভিতে প্রচারিত দৃশ্যে এমনটাই দেখা গেছে।
মহামারির মধ্যে হাজারো মানুষের অংশগ্রহণে মহড়ার আয়োজন করায় দেশে ও দেশের বাইরে সমালোচিত হচ্ছেন প্রেসিডেন্ট আলেজান্ডার লুকাশেঙ্কো। মহড়ার আগে ১৩ হাজারের বেশ মানুষ গণস্বাক্ষর করে তা বাতিল করার আহ্বান জানালেও সরকারের পক্ষ থেকে তাতে ভ্রুক্ষেপ করা হয়নি।
গণস্বাক্ষর করা এসব ব্যক্তি সামরিক মহড়া বাতিল করে সেই অর্থ দিয়ে হাসপাতালগুলোর জন্য ভেন্টিলেটর কেনার অনুরোধ করে সরকারকে।
অন্যান্য দেশের করোনার বিস্তার রোধে নেওয়া পদক্ষেপকে ‘পাগলামি’ হিসেবে অভিহিত করে লুকাশেঙ্কো মহড়ায় দেওয়া বক্তব্যে বলেছেন, ‘হাঁটুতে মাথা গুজে মরার চেয়ে দাঁড়িয়ে থেকে মরাই ভালো।’
তিনি বলেছেন, ‘এই উন্মাদ, বিশৃঙ্খলা বিশ্বে এমন লোক থাকবে যারা সময় এমন মহৎ অনুষ্ঠান আয়োজন নিয়ে আমাদের সমালোচনা করবে।’ প্রসঙ্গত, ৯৫ লাখ জনসংখ্যার দেশ বেলারুশে এখন পর্যন্ত ২২ হাজার ৫২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ১২৬ রোগী মারা গেছে।
এসএ