যুক্তরাষ্ট্রে একদিনেই আক্রান্ত আরও ২৫ হাজারের বেশি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৫৭ পিএম, ১০ মে ২০২০

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিপর্যয় ডেকে এনেছে প্রাণঘাতী করোনাভাইরাস। সময়ের সঙ্গে সঙ্গে সেখানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৫ হাজারের বেশি মানুষ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। 

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৬২১। ফলে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৯ হাজার ৫৫০। 

ওই পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে কমপক্ষে ৭৮ হাজার ৭৯৫ জন প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। একদিনেই দেশটিতে নতুন করে ১ হাজার ৬১৫ জনের মৃত্যু হয়েছে।

USA-1

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে। এখন পর্যন্ত বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে। 

করোনায় আক্রান্ত ও মৃত্যুতে এখন পর্যন্ত সবদেশের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ৫০টি অঙ্গরাজ্যেই এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে। তবে করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশটির নিউইয়র্ক অঙ্গরাজ্য। 

এদিকে, ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১৩ লাখ ৪৭ হাজার ৩১৮ জন। অপরদিকে মারা গেছে ৮০ হাজার ৪০ জন। 

দেশটিতে ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ২ লাখ ৩৮ হাজার ৮০ জন। যুক্তরাষ্ট্রে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ১ লাখ ২৯ হাজার ১৯৮ এবং এখনও আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ১৬ হাজার ৮১৬ জন। 

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।