মঙ্গলবার থেকে ভারতে চলবে দূরপাল্লার ট্রেন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:০০ পিএম, ১০ মে ২০২০

ভারতে আগামী মঙ্গলবার থেকে সীমিত আকারে দূরপাল্লার ট্রেন চালু করার ঘোষণা দিয়েছে দেশটির কেন্দ্রীয় রেল কর্তৃপক্ষ। দেশজুড়ে দেড় মাসের বেশি সময় ধরে ভারতে লকডাউন চলছে। আগামী ১৭ মে তৃতীয় দফার লকডাউন শেষ হওয়ার কথা।

ভারতের রেলমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ‘আগামী ১২ মে থেকে ধীরে ধীরে যাত্রীবাহী ট্রেন পুনরায় চালু করা হবে। প্রাথমিকভাবে ১৫ জোড়া বিশেষ ট্রেন রাজধানী নয়াদিল্লি থেকে দেশের বড় স্টেশনগুলোতে চলাচল করবে। ১১ মে বিকেল ৪টা থেকে ট্রেনগুলোর টিকিট বুকিং শুরু হবে।’

এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, তৃতীয় দফার লকডাউন শেষ হওয়ার আগেই ১২ মে অর্থাৎ পরশু থেকে যাত্রীবাহী ট্রেন চালানোর ঘোষণা দিল সরকার। তবে প্রথম দফায় ১৫ জোড়া যাত্রীবাহী ট্রেন দেশজুড়ে চালানো হবে। এদিকে দেশটিতে আক্রান্তের সংখ্যা ৬৫ হাজারের বেশি।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার রাজধানী নয়াদিল্লি স্টেশন থেকে ডিব্রুগড়, আগরতলা, হাওড়া, পাটনা, বিলাসপুর, রাঁচী, ভুবনেশ্বর, সেকেন্দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, তিরুঅনন্তপুরম, মাডগাঁও, মুাম্বই সেন্ট্রাল, আহমেদাবাদ এবং জম্মু-তাওয়াই এই ১৫টি রুটে চলবে এসব যাত্রীবাহী ট্রেন।

তবে ধাপে ধাপে যাত্রীবাহী ট্রেনের সংখ্যা সংখ্যা আরও বাড়ানো হবে। আগামীকাল সোমবার বিকেল ৪টা থেকে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম করপোরেশনের (আইআরসিটিসি) ওয়েবসাইটে পাওয়া যাবে এসব ট্রেনের টিকিট। ভিড় এড়াতে টিকিট কাউন্টার আপাতত বন্ধ থাকবে।

ভারতে গত একদিনে নতুন করে আরও ২ হাজার ১৫৩ জন আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় মোট কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৬৫ হাজার ২১। আক্রান্তদের মধ্যে ২ হাজার ১৫৩ জন মারা গেছেন। এছাড়া আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন ১৯ হাজার ৬৬৫ জন।

এসএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।