রেমডেসিভির তৈরি করছে ভারত-পাকিস্তানের ৫ কোম্পানি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:২০ পিএম, ১৪ মে ২০২০

করোনাভাইরাস চিকিৎসার ওষুধ রেমডেসিভির তৈরির জন্য এক মার্কিন ওষুধ কোম্পানি ভারত ও পাকিস্তানের পাঁচটি কোম্পানির সাথে চুক্তি করেছে। এই কোম্পানিগুলো বিশ্বের ১২৭টি দেশে রেমডেসিভির সরবরাহ করবে।

রেমডেসিভির ব্যবহারে উপসর্গের মেয়াদ ১৫ দিনে থেকে ১১ দিনে নেমে আসে। ওষুধটি শুরুতে তৈরি করা হয়েছিল ইবোলা চিকিৎসার জন্য।

মার্কিন ন্যাশনাল ইন্সটিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজ-এ করোনাভাইরাস পরীক্ষায় এই ওষুধে ব্যবহারে সুফল পাওয়া গেছে। কিন্তু এই ওষুধ ব্যবহারে মৃত্যু ঝুঁকি কমে কিনা তা এখনও পরিষ্কার না।

বিবিসির স্বাস্থ্য ও বিজ্ঞান বিষয়ক সংবাদদাতা বলছেন, রেমডেসিভির থেকে কে আসলে উপকৃত হচ্ছেন সেটাও ঠিক বোঝা যাচ্ছে না।

ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭৮ হাজার ৮১০ এবং মারা গেছেন ২ হাজার ৫৬৪ জন। দেশটিতে প্রতিনিয়ত করোনা সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

অন্যদিকে, পাকিস্তানে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ৭৮৮ জনে পৌঁছেছে। এছাড়া দেশটিতে করোনায় মারা গেছেন ৭৭০ জন।

এসআইএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।