খোলা ময়দানে ঈদের নামাজ আদায়ের অনুমতি দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ১৭ মে ২০২০

খোলা ময়দানে ঈদ-উল ফিতরের নামাজ আদায়ের অনুমতি দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। ফলে দেশটির মুসল্লিরা খোলা জায়গায় দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করতে পারবেন। 

ইরানে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ কমিটিরি সেক্রেটারি হোসেইন কাজেমি জানিয়েছেন, ইরানের সব শহরেই খোলা ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। 

তিনি আরও জানিয়েছেন যে, রমজানের পরেই রেস্টুরেন্ট খুলে দেওয়া হবে। তবে সেক্ষেত্রে সাস্থ্যবিধি সঠিকভাবে মেনে চলতে হবে। প্রায় দুই মাস বন্ধ থাকার পর চলতি মাসের শুরুর দিকে বেশ কিছু এলাকায় মসজিদ খুলে দিয়েছে ইরান।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে। অপরদিকে গত ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ইরানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তারপর থেকেই সেখানে করোনার প্রকোপ বাড়তে থাকে। 

jagonews24

করোনার বিস্তাররোধে গত মার্চে লকডাউন জারি করা হয়। সে সময় সব শিক্ষাপ্রতিষ্ঠান, সিনেমা হল, স্টেডিয়ামসহ অন্যান্য সমাবেশস্থল বন্ধ ঘোষণা করা হয়। তবে অর্থনৈতিক ক্ষতি কমাতে ইতোমধ্যেই অনেক ব্যবসাপ্রতিষ্ঠান ফের চালু করার অনুমতি দিয়েছে প্রশাসন। 

মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর তুলনায় ইরানে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ১৮ হাজার ৩৯২ জন এবং মারা গেছে ৬ হাজার ৯৩৭ জন।

দেশটিতে ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছে ৯৩ হাজার ১৪৭ জন। দেশটিতে বর্তমানে করোনা অ্যাক্টিভ কেস ১৮ হাজার ৩০৮টি। তবে এখনও আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ২ হাজার ৭১৬ জন।

টিটিএন/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।