সৌদিতে করোনায় মৃত্যু হয়েছে ১০৯ বাংলাদেশির

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:২৬ পিএম, ১৮ মে ২০২০

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ১০৯ বাংলাদেশির মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন তিন হাজার ৭০০ বাংলাদেশি।

সৌদি কর্তৃপক্ষের তরফ থেকে সেখানে বাংলাদেশ দূতাবাসকে বিষয়টি জানানো হয়েছে। দূতাবাসের কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলামের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।

ওই কর্মকর্তা আক্রান্ত ও মৃত বাংলাদেশিদের এ তথ্য জানিয়ে বলেন, সর্বশেষ প্রায় এক মাস আগে সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে করোনাভাইরাসে মৃত ও আক্রান্ত বাংলাদেশিদের তথ্য পেয়েছিলেন।

সৌদি আরবে করোনায় আক্রান্ত হয়ে প্রথম বাংলাদেশি মারা যান গত ২৪ মার্চ। সেখানে বাংলাদেশিদের সংক্রমণের কারণ হিসেবে ক্যাম্প বা ডরমেটরিতে গাদাগাদি করে থাকার বিষয়টি দায়ী বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সৌদি কর্তৃপক্ষ আক্রান্ত ও মৃত বাংলাদেশির যে সংখ্যা জানিয়েছে, প্রকৃতপক্ষে এ সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা সংশ্লিষ্ট কর্মকর্তাদের।

সোমবারের, সবশেষ হিসাব অনুসারে, সৌদি আরবে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৭ হাজারের বেশি মানুষ। এর মধ্যে মারা গেছেন আড়াই হাজারেরও বেশি জন।

সৌদির বাইরে মধ্যপ্রাচ্যের আরও কিছু দেশ এবং বিশ্বের বিভিন্ন অঞ্চলে থাকা বাংলাদেশিরা করোনায় আক্রান্ত হয়ে চলেছেন। যদিও স্ব স্ব অবস্থানস্থলে অনেকের চিকিৎসাও চলছে।

এইচএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।