পেরুতে একদিনেই আক্রান্ত প্রায় ৩ হাজার
লাতিন আমেরিকার দেশ পেরুতে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছেই। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও প্রায় তিন হাজার মানুষ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে, সেখানে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ২ হাজার ৯২৯ জন। ফলে এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ১১ হাজার ৬৯৮।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, একদিনেই দেশটিতে আরও ৯৬ জনের মৃত্যু হয়েছে। ফলে এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৩ হাজার ২৪৪ জন।
লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে করোনায় আক্রান্তের সংখ্যায় ব্রাজিলের পরেই পেরুর অবস্থান। দেশটিতে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৪৪ হাজার ৮৪৮ জন।
পেরুতে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ৬৩ হাজার ৬০৬টি। তবে করোনায় আক্রান্ত ৮৮৬ জনের অবস্থা আশঙ্কাজন। তাদের চিকিৎসা চলছে।
গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে। এখন পর্যন্ত বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে।
এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষ স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। আর কোনো দেশ যুক্তরাষ্ট্রের ধারে-কাছেও নেই। দেশটির ৫০টি অঙ্গরাজ্যেই ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস।
টিটিএন/এমএস