চাহিদা সংকট কাটাতে গাড়ির দাম কমাচ্ছে টেসলা
করোনাভাইরাস মহামারির কারণে একদিকে উৎপাদন বন্ধ দীর্ঘদিন, তার ওপর চাহিদাও কমে গেছে প্রচুর। এতে তৈরি হওয়া বাণিজ্যিক সংকট কাটাতে নতুন করে ভাবতে হচ্ছে ইলেক্ট্রিক গাড়ি নিমার্তা প্রতিষ্ঠান টেসলাকে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে লকডাউন শিথিলের পর ক্যালিফোর্নিয়ার ফ্রেমন্ট কারখানায় পুরোদমে উৎপাদন শুরু করেছে টেসলা। তবে এখনও স্বাভাবিক হয়নি বাজার পরিস্থিতি। একারণে উত্তর আমেরিকা ও চীনের বাজারে গাড়ির দাম কমিয়ে আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
তবে বুধবারের এ ঘোষণায় ঠিক কতটা মূল্যছাড় দেয়া হবে এবং কবে থেকে এটি কার্যকর হচ্ছে তা নিশ্চিত করা হয়নি।
টেসলার ওয়েবসাইটে জানানো হয়েছে, এখন থেকে তাদের মডেল এস সেডান গাড়ির দাম হবে সর্বনিম্ন ৭৯ হাজার ৯৯০ মার্কিন ডলার এবং মডেল এক্স স্পোর্টের দাম সর্বনিম্ন ৮৪ হাজার ৯৯০ ডলার। তাদের সবচেয়ে সস্তা গাড়ি মডেল ৩ সেডানের দাম হবে ৩ হাজার ৯৯০ ডলার।
টেসলা জানিয়েছে, তারা চীনেও গাড়ির দাম কমাচ্ছে। উইবোতে এক পোস্টে প্রতিষ্ঠানটি জানিয়েছে, চীনে আমদানি করা মডেল এস ও মডেল এক্সের দাম কমানো হবে। তবে স্থানীয়ভাবে উৎপাদিত মডেল ৩ গাড়িগুলোর দাম অপরিবর্তিত থাকবে।
সূত্র: রয়টার্স
কেএএ/পিআর