হাইড্রোক্সিক্লোরোকুইন নিষিদ্ধ করলো ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:১০ পিএম, ২৭ মে ২০২০

কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন সেবনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ফ্রান্স। অথচ এই ওষুধটি ইতোমধ্যে সেবন করেছেন বলে নিজেই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে সোমবার এই ওষুধের পরীক্ষা অস্থায়ীভাবে বন্ধ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

দীর্ঘদিন ধরে এই ওষুধের প্রচার চালিয়ে আসছিলেন ট্রাম্প। তিনি একে করোনার চিকিৎসায় ‌‘গেম চেঞ্জার’ বলে অভিহিত করেন। তবে গবেষক-বিজ্ঞানীরা বলছেন, এই ওষুধে করোনায় কোনো উপকার তো নেই বরং রয়েছে মৃত্যুঝুঁকি। মূলত ভাইরাসজনিত রোগ ম্যালেরিয়ার চিকিৎসায় এটি প্রয়োগ করা হয়।

চলতি সপ্তাহের শুরুতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়াও ফ্রান্সের দুটি পরামর্শক সংস্থা ওষুধটি নিয়ে সবাইকে সতর্ক করার পর এমন সিদ্ধান্ত নিল দেশটির সরকার। গবেষণায় দেখা গেছে, এই ‍ওষুধে নানা পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। অনেকে ক্ষেত্রে কোভিড-১৯ রোগীর মৃত্যুরও কারণ হতে পারে এই ওষুধ।

ফ্রান্সের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞরাও সরকারকে এই ওষুধের ব্যবহার নিষিদ্ধ করার পরামর্শ দিয়েছেন। তবে নতুন নিয়ম অনুযায়ী, করোনার ক্ষেত্রে আদৌ এর কার্যকারীতা আছে কিনা তা যাচাইয়ে ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন দেবে দেশটির সরকার।

ফ্রান্সে প্লাকুয়েনিল নামে হাইড্রোক্সিক্লোরোকুইন উৎপাদন করে দেশটির বহুজাতিক ওষুধ কোম্পানি সানোফি। আপাতত তারা এই ওষুধের বিক্রি বন্ধ রাখবে। তবে ক্লিনিক্যাল ট্রায়ালে যদি আশানুরুপ ফলাফল পাওয়া যায় তাহলে লক্ষ-কোটি ডোজ তৈরি করতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।

করোনার সম্ভাব্য চিকিৎসা হিসেবে হাইড্রোক্সিক্লোরোকুইনের ক্লিনিক্যাল ট্রায়াল অস্থায়ীভাবে স্থগিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সম্প্রতি এই ওষুধটির কার্যকারিতা নিয়ে ‘ল্যানসেট’ সাময়িকীতে প্রকাশিত নেতিবাচক ফলাফলের পর সোমবার ডব্লিউএইচও এর পরীক্ষা বন্ধ করে দেয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেডরোস আধানোম বলেন, বিশ্বজুড়ে কয়েক শ হাসপাতালে কোভিড-১৯ রোগীদের ওপর সলিডারিটি ট্রায়াল নামে হাইড্রোক্সিক্লোরোকুইনের কার্যকারিতা নিয়ে পরীক্ষা শুরু করতে যাচ্ছিল এক্সিকিউটিভ গ্রুপ। সতর্কতার অংশ হিসেবে তা বাতিল করা হয়েছে।

এসএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।