কাতারে আক্রান্ত ৫০ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:২৭ পিএম, ২৮ মে ২০২০

ইরানসহ মধপ্রাচ্যে যখন করোনার প্রকোপ মারাত্মক আকার ধারণ করেছিল তখন পারস্য উপসাগর পারের দেশ কাতারে সংক্রমণ ততটা দেখা যায়নি। তবে সাম্প্রতিক দিনগুলোতে সেখানে আক্রান্ত আশঙ্কাজনক হারে বাড়ছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত একদিনে নতুন শনাক্ত প্রায় দুই হাজার।

দৈনিক গালফ নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহস্পতিবার কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয় করোনা নিয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জানায়, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ১ হাজার ৯৬৭ জনের দেহে কোভিড-১৯ এর উপস্থিতি শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্ত ৫০ হাজার ছাড়াল।

তবে আক্রান্ত প্রায় দুই হাজার হলেও দেশটিতে একই সময়ে করোনায় মৃতের সংখ্যা তুলনামূলক অনেক কম। গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন তিন জন। এছাড়া আক্রান্ত হিসেবে শনাক্তদের মধ্যে আরও ২ হাজার ১১৬ জন চিকিৎসা শেষে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন।

দেশটিরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সবশেষ হিসাব অনুযায়ী, কাতারে এখন পর্যন্ত করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৫০ হাজার ৯১৪ জন। আক্রান্তদের ৩৩ জন মারা গেছে। এছাড়া সুস্থ হয়েছে ১৫ হাজার ৩৯৯ জন।

এদিকে করোনা মহামারির সার্বক্ষণিক তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফোর তথ্য অনুসারে, বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ৫৮ লাখ ৪০ হাজারের বেশি। আক্রান্তদের মধ্যে ৩ লাখ ৫৯ হাজার মানুষ মারা গেছে। তবে সুস্থ হয়েছে ২৫ লাখেরও বেশি কোভিড-১৯ রোগী।

এসএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।