২য় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সংকটে যুক্তরাজ্যের গাড়ি শিল্প

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:২২ পিএম, ২৯ মে ২০২০

করোনাভাইরাস মহামারির কারণে গত কয়েক মাসে যুক্তরাজ্যে গাড়ি উৎপাদন কমতে কমতে প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে। গত বছরের এপ্রিলের তুলনায় চলতি বছরের একই সময়ে দেশটিতে গাড়ি উৎপাদন হয়েছে ৯৯ দশমিক ৭ শতাংশ কম।

সোসাইটি অব মোটর ম্যানুফ্যাকচারার অ্যান্ড ট্রেডার্সের (সেএমএমটি) মতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাজ্যের গাড়ি উৎপাদন শিল্পে এত বড় ধস আর কখনোই আসেনি।

গত এপ্রিলে দেশটিতে মাত্র ১৯৭টি গাড়ি তৈরি হয়েছে। এগুলোর মধ্যে ৪৫টি বিক্রি হয়েছে ব্রিটিশ ক্রেতাদের কাছে।

এসএমএমটির প্রধান নির্বাহী মাইক হাওয়েস বলেন, ‘গাড়ি উৎপাদন কারখানাগুলো বন্ধ হয়ে যাওয়ায় এই সংখ্যা আশ্চর্যজনক কিছু নয়। গত মাসে রাজস্ব আয়ের পরিমাণ প্রায় শূন্যে নেমে এসেছে। এ থেকে গাড়ি শিল্প যে ভয়াবহ চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে তা বোঝা যাচ্ছে।’

car-2.jpg

করোনাভাইরাসের কারণে এই কয়দিনে যে চার লাখ গাড়ি কম তৈরি হয়েছে তার ফলে যুক্তরাজ্যের অন্তত ১২ দশমিক ৫ বিলিয়ন পাউন্ডের সমান আর্থিক ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে।

এপ্রিলে দেশটির কারখানায় গাড়ির ইঞ্জিন তৈরি হয়েছে মোট ৮৩০টি, এর মধ্যে ৭৮১টি রপ্তানি করা হয়েছে। গত বছরের তুলনায় এটি অন্তত ৯৯ দশমিক ৫ শতাংশ কম।

মাইক হাওয়েস জানিয়েছেন, যুক্তরাজ্যের গাড়ি নির্মাণ শিল্পকে চাঙ্গা করাটা একটি ধারাবাহিক প্রক্রিয়া। দেশটির ইঞ্জিন ও গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর অর্ধেকই চলতি সপ্তাহে ফের চালু হওয়ার কথা রয়েছে।

সূত্র: বিবিসি

কেএএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।