একদিন পরপর স্কুলে যাবে পশ্চিমবঙ্গের শিক্ষার্থীরা!

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:২০ পিএম, ৩০ মে ২০২০

করোনাভাইরাস মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ৩০ জুনের পর চালু হচ্ছে পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলো। সেক্ষেত্রে জোড়-বিজোড় রোল নম্বরের ভিত্তিতে স্কুলে যেতে হতে পারে শিক্ষার্থীদের। অর্থাৎ তাদের স্কুলে যেতে হবে একদিন পর পর। ভারতীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

গত বৃহস্পতিবার রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, সামাজিক দূরত্ব মেনে ক্লাস চালু করতে যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। স্কুলগুলোকে ‘বিকল্প মডেল’অনুসরণের নির্দেশ দেয়া হয়েছে বলেও জানিয়েছিলেন তিনি। তবে সেই বিকল্প মডেল কী তা বিস্তারিত জানানো হয়নি।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্ধৃতি দিয়ে বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, বিকল্প মডেল অনুযায়ী কোনও একটি নির্দিষ্ট ক্লাসের একদল শিক্ষার্থী একদিন স্কুলে গেলে পরের দিন আর যাবে না। সেদিন অন্য একটি দল স্কুলে যাবে। তৃতীয় দিনে আবার প্রথম দলটি ক্লাস করবে। সামাজিক দূরত্বের বিধি মেনে এভাবেই একদিন পরপর শিক্ষার্থীদের ক্লাস চালু হতে পারে।

এদিকে, পশ্চিমবঙ্গে সরকারি স্কুল খোলার তারিখ দিলেও বেসরকারি স্কুলগুলোর জন্য তেমন কোনও নির্দেশনা আসেনি এখনও। তারা কবে থেকে ক্লাস চালু করবে সেই সিদ্ধান্তের দায়িত্ব বেসরকারি স্কুল কর্তৃপক্ষের ওপরই ছাড়া হয়েছে।

তবে শিক্ষামন্ত্রীর আশা, সরকারি স্কুলের মতো বেসরকারি স্কুলগুলোও সামাজিক দূরত্বের বিধি মেনে শিগগিরই চালু হবে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

কেএএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।