রাশিয়ায় আক্রান্ত ৪ লাখ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ৩১ মে ২০২০

রাশিয়ায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪ লাখ ছাড়িয়ে গেছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে যে, দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৫ হাজার ৮৪৩। 

গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৯ হাজার ২৬৮ জন। অপরদিকে একদিনেই আরও ১৩৮ জনের মৃত্যু হয়েছে। 

দেশটিতে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৪ হাজার ৬৯৩। অপরদিকে এর মধ্যেই সুস্থ হয়ে উঠেছে ১ লাখ ৭১ হাজার ৮৮৩। 

রাশিয়ায় বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ২ লাখ ২৪ হাজার ৫৫১টি। অপরদিকে ২ হাজার ৩শ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

এখন পর্যন্ত বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে প্রাণঘাতী করোনার উপস্থিতি ধরা পড়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।

দেশটির ৫০টি অঙ্গরাজ্যেই করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। আক্রান্ত ও মৃত্যুতে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। এরপরেই রাশিয়ার স্থান। 

টিটিএন/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।