আক্রান্তে জার্মানি-ফ্রান্সকেও ছাড়িয়ে গেল ভারত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৫৫ পিএম, ০১ জুন ২০২০

ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। দেশটিতে এর মধ্যেই আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯০ হাজার ছাড়িয়ে গেছে। এমনকি আক্রান্তের সংখ্যায় জার্মানি এবং ফ্রান্সকেও ছাড়িয়ে গেছে ভারত।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৩৯২ জন। দ্বিতীয় দিনের মতো দেশটিতে একদিনেই ৮ হাজারের বেশি মানুষ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। ফলে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯০ হাজার ৫৩৫। এখন পর্যন্ত মারা গেছে ৫ হাজার ৪০৮ জন।

এদিকে, ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান বলছে, করোনায় আক্রান্ত ও মৃত্যুতে ৭ম অবস্থানে রয়েছে ভারত। ওই পরিসংখ্যান অনুযায়ী, ভারতে ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৯১ হাজার ৮৫৫ জন।

দেশটিতে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ৯৩ হাজার ৫২৮টি। এছাড়া ৮ হাজার ৯৪৪ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

ভারতে করোনায় আক্রান্ত ও মৃত্যুতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মহারাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৬৭ হাজার ৬৫৫ জন। আগামী ৩ জুন থেকেই ধীরে ধীরে সেখানে কড়াকড়ি শিথিল করা হবে। আগামী ৮ জুনের পর থেকে তিন দফায় সবকিছু খুলে দেওয়া হবে।

এরপরেই রয়েছে তামিলনাড়ু। ওই রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৪৯ জন। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২২ হাজার ৩৩৩। এর মধ্যে মারা গেছে ১৭৩ জন।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।