সৌদির কোন অঞ্চলে কতজন করোনা আক্রান্ত
সৌদি আরবে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা হঠাৎ করে আবারও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৩০৪৫ জন, মোট আক্রান্তের সংখ্যা ১০১৯১৪। সুস্থ হয়েছেন ১০২৬ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছে ৭২৮১৭ জন। মৃত্যু হয়েছে ৩৬ জনের। মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১২ জনে।
সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। দেশটিতে চিকিৎসাধীন আছে ২৮৩৮৫ জন। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ১৫৬৪ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে দেশটির রাজধানী রিয়াদে ৭১৭ জন, ২য় স্থানে আছে মুসলমানদের পবিত্র স্থান মক্কা শরীফে ৬২৩ জন, বন্দর নগরী জেদ্দায় ৩৫১ জন। দাম্মামে ২৫৭ জন। হুফুপে ১৩২ জন, কাতিপে ১২০ জন, মদিনা শরীফে ১১০ জন, তায়েফে ৯৫ জন, আল খোবার ৬২ জন, আল জুবাইল ৬০ জন, আল মুমবারজ ৩৪ জন, জাহারান ৩১ জন, হাপের আল বাতেন ২৭ জন।
এছাড়া জিজান ২৭ জন, আদ দিরিয়াহ ২৭ জন, রাস তান্নুরা ২৬ জন, খামিস মুশাইত ২২ জন, ইয়ানবু ২০ জন, সাফওয়া ১৯ জন, আল ওয়ুন ১৮ জন, নাজরান ১৮ জন, বুরাইদা ১৬ জন, আরআর ১৬ জন, আল জুফর ১৫ জন, আল মুজাহামিয়া ১৩ জন, ওয়াদি আল দাওয়াসির ১৩ জন, সাবিয়া ১১ জন, তাবুক ১১ জন, বিশা ১০ জন, আল খারজ ১০ জন।
এছাড়া আরও কিছু অঞ্চলে কয়েক জন করে নতুন আক্রান্তের খবর নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে এখন পর্যন্ত শুধু সৌদি আরবের পশ্চিমাঞ্চলের প্রদেশগুলোতে ১৫৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনসুলেট জেনারেলের শ্রম কাউন্সিলর আমিনুল ইসলাম।
গোটা বিশ্ব এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে করোনাভাইরাসের প্রকোপে। চীনের উহান শহর থেকে গত ডিসেম্বরে ছড়ানোর পর এ ভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৬৯ লাখ ১৩ হাজারের বেশি। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪ লাখ। তবে ৩০ লাখ ৯৫ হাজারের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।
এমআরএম/এমকেএইচ