ব্রাজিলে করোনায় আক্রান্ত ৮ লাখ, মৃত্যু ৪০ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:০৮ এএম, ১২ জুন ২০২০

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে উদ্বেগজনকহারে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৩০ হাজার ৪৬৫ জন। এতে ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ৮ লাখ ছাড়িয়েছে। দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৮ লাখ ৫ হাজার ৬৪৯ জন।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে আরও এক হাজার ২৬১ জনের। এই নিয়ে মৃত্যুর সংখ্যা ৪০ হাজার ছাড়িয়ে গেছে। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ হাজার ৫৮ জনে।

ফুটবল খেলার জন্য বিখ্যাত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ৯৬ হাজার ৬৯২ জন। করোনার সঙ্গে এখনও লড়ছেন ৩ লাখ ৬৫ হাজার ২১৬ জন। এর মধ্যে ৮ হাজার ৩১৮ জনের অবস্থা আশঙ্কাজনক।

৮ লাখের বেশি আক্রান্ত নিয়ে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে লাতিনের এ দেশটি। ৪০ হাজারের বেশি মৃত্যু নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। করোনায় ২০ লাখের বেশি মানুষ আক্রান্ত ও এক লাখ ১৫ হাজারের বেশি মৃত্যু নিয়ে সবার উপরে অবস্থান করছে আমেরিকা।

করোনায় আক্রান্তের দিক থেকে ৩ নম্বরে আছে রাশিয়া। দেশটিতে এ পর্যন্ত ৫ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। ৪ নম্বরে অবস্থান করছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে আক্রান্ত হয়েছে ২ লাখ ৯৮ হাজার ২৮৩ জন। আর ৫-এ অবস্থান করছে যুক্তরাজ্য। দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯১ হাজার ৪০৯ জন।

মৃতের তালিকায় ২-এ অবস্থান করছে যুক্তরাজ্য। দেশটিতে এ পর্যন্ত ৪১ হাজার ২৭৯ জনের প্রাণহানি হয়েছে। ৩৪ হাজার ১৬৭ জনের মৃত্যু নিয়ে তালিকার ৪ নম্বরে রয়েছে ইতালি। আর ৫-এ রয়েছে ইউরোপের আরেক দেশ স্পেন। দেশটিতে মৃত্যু হয়েছে ২৭ হাজার ১৩৬ জনের।

চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এ পর্যন্ত ৭৫ লাখ ৮৩ হাজার ৩২৯ জন আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত প্রাণ গেছে ৪ লাখ ২৩ হাজার ৮০ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৮ লাখ ৩৩ হাজার ১৬৬ জন।

এফআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।