করোনা: বাসিন্দাদের অ্যান্টিবডি পরীক্ষা করছে কলকাতা

ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে কিনা তা জানতে রক্তের নমুনা সংগ্রহ শুরু হয়েছে। বৃহস্পতিবার কলকাতার ১১টি ওয়ার্ডের কয়েকশ' বাসিন্দার রক্তের নমুনা নেয়া হয়।
করোনাভাইরাস মোকাবিলায় কলকাতার বাসিন্দাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে কিনা, তা জানতে একটি সমীক্ষা চালানো হচ্ছে। চিকিৎসা শাস্ত্রের পরিভাষায় এটিকে সেরেলোজিক্যাল সার্ভে বলা হয়; সেই সমীক্ষার অংশ এই অ্যান্টিবডি পরীক্ষা।
পশ্চিমবঙ্গের সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ অমিতাভ নন্দী বলেন, কোভিড ইমিউনো গ্লোবিউলিন জি টেস্টের মাধ্যমে অ্যান্টিবডি টেস্ট করা হচ্ছে। এর ফলে এই অসুখ কতটা ছড়িয়েছে সে সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে। এর পাশাপাশি আমরা যে সব উপায় অবলম্বন করে করোনাকে ঠেকানোর চেষ্টা করছি, সেগুলো কতটা ফলপ্রসূ হবে জানা যাবে।
তিনি বলেন, উপসর্গহীন কতজন রোগী আছেন তা জানার পাশাপাশি রোগ ছড়িয়ে পড়ার গতিপ্রকৃতিও এই টেস্টের মাধ্যমে কিছুটা বোঝা যাবে। তবে এই টেস্ট বন্ধ করে দিলে হবে না। ঘন ঘন না করলে ভবিষ্যৎ নিয়ে ভয় থেকেই যাবে।
কলকাতা পৌরসভার সাবেক কাউন্সিলর ও ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (আইএমএ)-এর রাজ্য শাখার সম্পাদক শান্তনু সেন বলেন, সেরেলোজিক্যাল সার্ভের অংশ হিসেবে অ্যান্টিবডি টেস্টের জন্য রক্তের নমুনা সংগ্রহ করা হচ্ছে কলকাতার বিভিন্ন ওয়ার্ডে।
ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর নির্দেশিকা মেনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং কলকাতা পৌরসভার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এই নমুনা সংগ্রহ করছেন বলে জানিয়েছেন পৌরসভার সাবেক ডেপুটি মেয়র অতীন ঘোষ। তিনি বলেন, ১১টি ওয়ার্ডে পরীক্ষা হয়েছে। সমীক্ষার জন্য এটা করা হচ্ছে। যারা রক্ত দিচ্ছেন, তারা এ বিষয়ে কিছু জানতে পারবেন না। আনন্দবাজার।
এসআইএস/পিআর