ইউক্রেনের ফার্স্ট লেডি করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:২৭ পিএম, ১২ জুন ২০২০

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লােদিমির জেলেনস্কির স্ত্রী ও দেশটির ফার্স্ট লেডি ওলেনা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার করোনা পরীক্ষায় তার পজিটিভ ফল এসেছে বলে প্রেসিডেন্টের দফতর থেকে জানানো হয়েছে।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স বলছে, স্ত্রীর করোনা ধরা পড়লেও প্রেসিডেন্ট ভ্লােদিমির জেলেনস্কি ও তার দুই সন্তানের নমুনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

ফেসবুকে দেয়া এক পোস্টে ওলেনা বলেছেন, আজ আমি করোনা পরীক্ষার পজিটিভ রিপোর্ট পেয়েছি। অপ্রত্যাশিত খবর। বিশেষ করে আমি, আমার পরিবার প্রতিনিয়ত মাস্ক, গ্লোভস ও দূরত্ব মেনে চলেছি তারপরও আমার রিপোর্ট পজিটিভ এসেছে।

ওলেনা বলেছেন, বর্তমানে তিনি ভালো আছেন। হাসপাতালে ভর্তি হননি। তবে স্বামী, সন্তান থেকে আইসোলেশনে আছেন তিনি।

ইউক্রেনে এখন পর্যন্ত অন্তত ২৯ হাজার ৭৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৮৭০ জন।

এসআইএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।