সৌদিতে একদিনে ৪২৬৭ জনের করোনা শনাক্ত
সৌদি আরবে একদিনে ৪ হাজার ২৬৭ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৩৬ হাজার ৩১৫ জনে। গত একদিনে মৃত্যু হয়েছে ৪১ জনের। মোট মৃতের সংখ্যা ১ হাজার ৫২। এখন পর্যন্ত ৮৯ হাজার ৫৪০ জন সুস্থ হয়ে উঠেছেন।
মঙ্গলবার (১৬ জুন) সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। দেশটিতে ৪৫ হাজার ৭২৩ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ১ হাজার ৯১০ জনের অবস্থা আশঙ্কাজনক।
আক্রান্ত অঞ্চলগুলোর মধ্যে আজও প্রথম অবস্থানে আছে দেশটির রাজধানী রিয়াদ; ১৬২৯ জন। এরপর আছে বন্দর নগরী জেদ্দায় ৪৭৭ জন, মক্কা মুকাররমায় ২২৪ জন, হুফোফে ২০০ জন, দাম্মামে ১৯২ জন, আল খোবারে ১৩২ জন, আল ক্বাতিপে ১১৬ জন, মদিনা মুনাওয়ারায় ১০০ জন, খামিস মুশাইতে ৯৫ জন, আল মুবারাজে ৮০, আবহায় ৭৭ জন, আল খারিজে ৭১ জন, তায়েপে ৬৫ জন, বুরাইদায় ৫৬ জন, আল জুবাইলে ৫৬ জন, আল দিরিয়াহ ৫৪ জন, সাফওয়া ৫০ জন, ওয়াদি আল দাওয়াসির ৩১ জন, নাজরান ২৪ জন, ইয়ানবু ২২ জন, হাইল ২২ জন, আল মাজাহামিয়া ২২ জন, বিশা ১৮ জন, আল রাস ১৭ জন, আনিজা ১৭ জন, হুরামালা ১৭ জন, আল দায়ের ১৫ জন, আদ্ দরব ১৫ জন, জিজান ১৪ জন, হুতা বনি তামিম ১৪ জন, মাহাইল আসির ১৩ জন, শরুরা ১২ জন, আল মাজামা ১২ জন, আল ক্বোয়াইয়া ১২ জন ও নারিয়ায় ১১ জন।
এছাড়া সৌদি আরবের আরও কিছু অঞ্চলে কয়েকজন করে নতুন করোনাভাইরাস আক্রান্তের খবর পাওয়া গেছে।
গত ডিসেম্বেরর শেষের দিকে চীনের উহান প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। বর্তমানে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। ভাইরাসটিতে এ পর্যন্ত ৮১ লাখ ৫৬ হাজার ৮৬৩ জন আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত প্রাণ গেছে ৪ লাখ ৪০ হাজার ২৪৯ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪২ লাখেরও বেশি মানুষ।
এমএসএইচ/এমকেএইচ