করোনাকালেও কর্মীদের বেতন বাড়াচ্ছে সাহারা গ্রুপ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:০৫ পিএম, ১৬ জুন ২০২০

মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে। এ পরিস্থিতিতে অনেক প্রতিষ্ঠান যেখানে বেতন দিতে না পেরে কর্মী ছাঁটাই শুরু করেছে, সেখানে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে ভারতের সাহারা গ্রুপ।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সাহারা গ্রুপ কর্মীদের বেতন বৃদ্ধি ও পদোন্নতি দিচ্ছে। এছাড়া এই করোনা সংকটের সময় তাদের কোনো প্রতিষ্ঠান থেকে কর্মী ছাঁটাই করা হচ্ছে না বলে জানিয়েছে এ শিল্পগোষ্ঠী।

এদিকে যারা করোনা মহামারির সময় অন্য রাজ্য থেকে উত্তরপ্রদেশে ফিরে এসেছে তাদেরকে নিয়োগ দেয়ার পরিকল্পনা করছে সাহারা গ্রুপ। স্থানীয় স্তরে এই গোষ্ঠীর বিভিন্ন ব্যবসায় যোগ্যতার ভিত্তিতে তাদের নিয়োগ দেয়া হবে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়েছে, লকডাউনের কারণে অর্থনীতি ব্যাপক ক্ষতি হয়েছে। সাহারা গ্রুপকেও অভূতপূর্ব পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। এই কঠিন অবস্থায় সাহারা গ্রুপ জানিয়েছে, তারা সিদ্ধান্ত নিয়েছে এই অবস্থায় কোনো ব্যবসা থেকেই কোনোভাবে কোনো কর্মীকে ছাঁটাই করবে না। সব কর্মী পূর্ণ নিরাপত্তায় কাজ করবে।

উৎপাদনশীলতার ভিত্তিতে সংস্থাটি জানিয়েছে, ৪ লাখ ৫ হাজার ৮৭৪ জন মাঠ পর্যায়ের কর্মীকে পদোন্নতি দেয়া হবে। এর পাশাপাশি ৪ হাজার ৮০৮ জন অফিস কর্মীকে বেতন বৃদ্ধিসহ পদোন্নতি দেয়া হয়েছে।

সাহারা গ্রুপের বিভিন্ন ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন ১৪ লাখ কর্মী। এই শিল্প গোষ্ঠীর পক্ষ থেকে আবেদন করা হয়েছে ছোট বড় সব সংগঠনকে, তারা যেন তাদের কর্মীদের ব্যাপারে গুরুত্ব দেয়।

এমএসএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।