করোনায় ডেক্সামেথাসন ব্যবহারের অনুমোদন সৌদির

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:০৬ পিএম, ১৮ জুন ২০২০

ডেক্সামিথাসন নামের একটি স্টেরয়েড ওষুধ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অসুস্থ রোগীদের জীবন বাঁচানোর ক্ষেত্রে সহায়ক হতে পারে বলে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের গবেষণার ফল প্রকাশ পাওয়ার ওষুধটি ব্যবহারের অনুমতি দিয়েছে সৌদি আরব।

বুধবার সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় এ অনুমোদন দেয় বলে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির বরাতে সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। তাতে বলা হচ্ছে, করোনা চিকিৎসায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুপারিশকৃত ওষুধের তালিকায় ডেক্সামেথাসন অন্তর্ভুক্ত করা হয়েছে।

করোনা আক্রান্ত যে সব রোগী হাসপাতালে ভর্তি এবং যাদের কৃত্রিম উপায়ে অক্সিজেন (ভেন্টিলেটর) প্রয়োজন, বিশেষ করে গুরুতর অবস্থার রোগীদের এ ওষুধ দেওয়া যাবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। বিশ্বব্যাপী প্রদাহজনিত সমস্যায় ডেক্সামেথাসন নামের এই ওষুধটি ব্যবহৃত হয়ে আসছে।

করোনার সঙ্গে লড়াই করতে গিয়ে আক্রান্তের রোগ প্রতিরোধ ক্ষমতা যখন বিপন্ন হয়ে পড়ে, সে অবস্থায় এ ওষুধটি উপকারে আসতে পারে। তবে মৃদু উপসর্গ থাকা রোগীদের ক্ষেত্রে এই ওষুধ প্রয়োগের প্রয়োজন নেই বলে অক্সফোর্ডের গবেষকরা জানিয়েছে।

করোনা চিকিৎসায় ডেক্সামিথাসনের কার্যকারিতা জানতে বিস্তৃত পরিসরে যে গবেষণা চলছে তারই কিছুটা গত মঙ্গলবার প্রকাশ পায়। হাসপাতালে থাকা দুই হাজার করোনা রোগীর ওপর গবেষণা চালিয়ে দেখা যায়, ভেন্টিলেটর বা আইসিইউতে থাকা রোগীদের মৃত্যু ঝুঁকি ৩৫ শতাংশ কমাতে সাহায্য করে এই ওষুধ।

এছাড়া যে সব করোনা রোগী ভেন্টিলেশনে নেই কিন্তু অক্সিজেন নিতে হচ্ছে তাদের ক্ষেত্রে ২০ শতাংশ মৃত্যুহার কমাতে সাহায্য করে ডেক্সামেথাসন।

এসএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।