করোনা: রাশিয়ায় প্রায় ৫০০ স্বাস্থ্যকর্মীর মৃত্যু
রাশিয়ায় প্রাদুর্ভাব শুরুর পর থেকে মহামারি করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪৮৯ জন স্বাস্থ্যকর্মী মারা গেছে। দেশটির একটি স্বাস্থ্য বিষয়ক সংস্থা এই তথ্য দিয়েছে। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
রাশিয়ার স্বাস্থ্য বিষয়ক ওয়াচডগ রসড্রাভনাডজরের সর্বশেষ হিসেবে বলা হচ্ছ, গত মাসে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারানোর স্বাস্থ্যকর্মীর সংখ্যা ছিল মাত্র ১০১ জন। কিন্তু এখন অর্থাৎ গত এক মাসের মধ্যেই সেখানে এই সংখ্যাটা এক লাফে বেড়ে দাঁড়িয়েছে ৪৮৯ জনে।
দেশটির স্বাস্থ্য বিষয়ক তদারকি সংস্থার প্রধান আলা সামোইলোভা বলেন, ‘সরকারের পক্ষ থেকে চিকিৎসক, নার্সসহ অন্যান্য স্বাস্থ্যসেবাকর্মী প্রয়োজনীয় সুরক্ষা না পাওয়াই এর অন্যতম কারণ।’ পরিস্থিতি এভাবে চলতে থাকলে এই তালিকায় আরও অনেকে নাম যুক্ত হবে বলে শঙ্কা তার।
করোনায় সংক্রমিত মানুষের সংখ্যার দিক দিয়ে বিশ্বের শীর্ষ আক্রান্ত দেশগুলোর তালিকায় রাশিয়ার অবস্থান এখন তিন নম্বরে। দেশটিতে এখন পর্যন্ত মোট ৫ লাখ ৬১ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। সরকারিভাবে মৃত্যুর সংখ্যা ৭ হাজার ৭৬০ জন বলে উল্লেখ করা হচ্ছে।
এসএ