ভেন্টিলেটর খুলে এয়ারকুলার, ভারতে রোগীর মৃত্যু
ভারতের রাজস্থান প্রদেশের একটি সরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রোগীর ভেন্টিলেটর খুলে তার বদলে এয়ার কুলার সংযোগ দেওয়ার কিছুক্ষণের মধ্যে ওই রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের ধারণা রোগীর স্বজনেরাই নাকি এই কাজ করেছেন।
কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকার অনলাইন প্রতিবেদনে জানানো হয়েছে, সরকারি হাসপাতালের ওই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। করোনা আক্রান্ত সন্দেহে গত ১৩ জুন রাজস্থানের মহারাও ভীম সিং হাসপাতালে ভর্তি করা হয় ৪০ বছর বয়সী ওই রোগীকে।
হাসপাতালে ভর্তি করানোর পর সেখানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। কিন্তু সেখানে থাকা অন্যান্য রোগীদের করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ আসার পর ১৫ জুন ওই রোগীকে আইসোলেশন ওয়ার্ডে সরিয়ে নিয়ে আসা হয়।
আইসোলেশন ওয়ার্ডে এসি না থাকায় একটি এয়ার কুলার নিয়ে আসেন রোগীর স্বজনেরা। তবে সেটি চালু করতে বিদ্যুৎ সংযোগ প্লাগ খুঁজে পাননি তারা। হাসপাতাল কর্তৃপক্ষের ধারণা ভেন্টিলেটর সংযোগ খুলে এয়ার কুলারের সংযোগ দেওয়া হয়। সঙ্গে রোগীর অবস্থার অবনতি ঘটলে ডাকা হয় হাসপাতালের কর্মীদের।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, তারা ওই সময়ে সেখানে পৌঁছে অনেক চেষ্টা করেও ওই রোগীকে বাঁচাতে পারেননি। ওই ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
তবে রোগীর স্বজনরা তদন্ত কমিটিকে সহায়তা করছে না বলেও অভিযোগ তুলেছেন হাসপাতালটির পরিচালক। উল্লেখ্য, মারা যাওয়ার পর ওই ব্যক্তির করোনাভাইরাস পরীক্ষা করা হলেও তার ফলাফল নেগেটিভ এসেছে।
এসএ