করোনায় বিপর্যস্ত ভারত, গত ১৮ দিনেই আক্রান্ত ২ লাখ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:১২ পিএম, ২১ জুন ২০২০

করোনাভাইরাস মহামারির নিয়ন্ত্রণ হারাতে বসেছে ভারত। লকডাউন শিথিলের পর থেকেই দেশটিতে ব্যাপক হারে বাড়ছে সংক্রমণ। ইতোমধ্যেই চারলাখের কোটা পেরিয়েছে আক্রান্তের সংখ্যা। ভারতে করোনা রোগীর সংখ্যা প্রথম দুই লাখে পৌঁছাতে সময় লেগেছিল ১২৫ দিন, সেখানে পরের দুই লাখ পেরিয়েছে মাত্র ১৮ দিনে।

করোনায় আক্রান্তের সংখ্যায় বিশ্বের মধ্যে চতুর্থ ও এশিয়ায় শীর্ষে রয়েছে ভারত। গত কয়েকদিন ধরে দেশটিতে প্রতিদিনই চলছে দৈনিক আক্রান্ত-মৃত্যুর রেকর্ড ভাঙা-গড়ার খেলা।

রোববার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ১৫ হাজার ৪১৩ জনের শরীরে ধরা পড়েছে নভেল করোনাভাইরাস, যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ রোগী শনাক্তের রেকর্ড। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ১০ হাজার ৪৬১ জন।

ভারতে এ পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ১৩ হাজার ২৫৪ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩০৬ জন।

India-0

সরকারি হিসাবে, ভারতে ২ লাখ ২৭ হাজারেরও বেশি করোনা রোগী সুস্থ হয়েছেন। রোববার পর্যন্ত তাদের মধ্যে সুস্থতার হার দাঁড়িয়েছে ৫৫ দশমিক ৪৮ শতাংশ।

ভারতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রায় ১ লাখ ৯০ হাজার নমুনা পরীক্ষা হয়েছে, যা একদিনে সর্বোচ্চ পরীক্ষার রেকর্ড। গত তিন মাসে মোট ৬৮ লাখ মানুষের নমুনা পরীক্ষা করেছে দেশটি।

ভারতে করোনা সংক্রমণের হটস্পট মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি ও গুজরাট। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্র। সেখানে এ পর্যন্ত ১ লাখ ২৪ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৫ হাজার ৮৯৩ জন।

সূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস

কেএএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।