সবার আগে ভ্যাকসিন পাবেন স্বাস্থ্যকর্মী-পঞ্চাশোর্ধ্বরা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:১৮ এএম, ২২ জুন ২০২০

করোনাভাইরাসের কার্যকর ভ্যাকসিন উদ্ভাবিত হলে প্রাধান্য অনুসারে সবার আগে তা ফ্রন্টলাইনে থাকা স্বাস্থ্যকর্মী, পঞ্চাশোর্ধ্ব ব্যক্তি ও আগে থেকে বিভিন্ন জটিল রোগে আক্রান্তদের দেওয়া হবে বলে জানিয়েছে যুক্তরাজ্য। টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেন, ‘‌স্বাস্থ্যকর্মী ও ঝুঁকিতে থাকা রোগীদের পর জরুরি বিবেচনায় অন্যদের ভ্যাকসিন দেওয়া হবে। তালিকায় কারা থাকবেন আরও বিস্তৃত পরিসরে গবেষণার মাধ্যমে ক্রমে ক্রমে তা নির্ধারণ করা হবে। আমরা ভ্যাকসিনের সবচেয়ে কার্যকর ব্যবহার করতে চাই।

করোনার সম্ভাব্য যেসব ভ্যাকসিনের সাফল্য নিয়ে বিজ্ঞানীরা সবচেয়ে বেশি উচ্চকিত এরমধ্যে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি ভ্যাকসিন উদ্ভাবন প্রকল্প রয়েছে সবার ওপরে। সব ঠিক থাকলে চলতি বছরের সেপ্টেম্বরে ভ্যাকসিনটি বাজারে আসতে পারে বলে আশা করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হচ্ছে, স্বাস্থ্য ও সমাজসেবা কর্মীদের সবার আগে ভ্যাকসিন দেওয়া হবে কেননা তারা সবচেয়ে বেশি ঝুঁকি নিয়ে মহামারি মোকাবিলায় কাজ করে যাচ্ছেন। এছাড়া তাদের মাধ্যমে ঝুঁকিতে থাকা অন্য রোগীরাও করোনায় সংক্রমিত হতে পারে তাই তাদের ভ্যাকসিন দেওয়া সবচেয়ে জরুরি।

দেশটির ভ্যাকসিন ও রোগ প্রতিরোধ সংক্রান্ত যৌথ কমিটি জানিয়েছে, মৃত্যুঝুঁকির মাত্রা অনুযায়ী ভ্যাকসিন দেওয়া হবে। দেশটির করোনা মহামারির গতিপ্রকৃতি সংক্রান্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এ ব্যাপারে প্রতিনিয়ত তথ্য হালনাগাদ করা হচ্ছে।

যুক্তরাজ্যে এখন পর্যন্ত ৩ লাখেরও বেশি মানুষের দেহে মহামারি নভেল করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েচে। আক্রান্তদের মধ্যে ৪২ হাজারেরও বেশি মানুষ মারা গেছে। তবে সংশ্লিষ্টদের দাবি, দেশটিতে করোনা আক্রান্ত ও মৃতের প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি।

এসএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।