রামদেবের ‘করোনার ওষুধ’-এর বিজ্ঞাপন বন্ধের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:১২ এএম, ২৪ জুন ২০২০

ভারতের যোগগুরু রামদেবের পতঞ্জলি আয়ুর্বেদিক লিমিটেডের দাবিকৃত ‘করোনার ওষুধ’-এর বিজ্ঞাপন প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে দেশটির কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রণালয়। পাশাপাশি, কথিত এ ওষুধটি সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে প্রশাসন।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, রামদেবের প্রতিষ্ঠানের তৈরি এ কথিত ওষুধটির বিষয়ে আয়ুষ মন্ত্রণালয়ের কাছে বিস্তারিত তথ্য নেই।

এ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনার চিকিৎসার যে ওষুধ তৈরির দাবি করা হয়েছে, সে বিষয়ে পতঞ্জলি আয়ুর্বেদ লিমিটেডকে যত দ্রুত সম্ভব ওষুধের সব উপাদানের নাম ও বিবরণ সম্পর্কে জানাতে হবে। সেই সঙ্গে কোন গবেষণাগার, পরীক্ষাকেন্দ্র বা হাসপাতালে রোগীদের ওপর ওই ওষুধ প্রয়োগ করে ফলাফল নিরীক্ষণ করা হয়েছে তাও জানাতে হবে। এছাড়া গবেষণায় সরকারি নিয়মাবলী, নমুনার পরিমাণ প্রভৃতিও জানাতে বলা হয়েছে।

শুধু তাই নয়, এ ক্ষেত্রে আবশ্যিক ইনস্টিটিউশনাল এথিক্স কমিটির ছাড়পত্র, সিটিআরআই রেজিস্ট্রেশন এবং গবেষণার নথিপত্র চেয়ে পাঠিয়েছে প্রশাসন। পাশাপাশি, সরকারি অনুমোদন না পাওয়া পর্যন্ত এই ওষুধ প্রচারের জন্য কোনওরকম বিজ্ঞাপন প্রচারের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এদিন সকালে যোগগুরু রামদেবের প্রতিষ্ঠান পতঞ্জলি আয়ুর্বেদিক নিমিটেডের পক্ষ থেকে দাবি করা হয়, কোভিড-১৯ সারানোর প্রথম আয়ুর্বেদিক ওষুধ তৈরির প্রচেষ্টা সফল হয়েছে তারা। স্বয়ং রামদেব দাবি করেন, তার আবিষ্কৃত ‘করোনিল’ ও ‘স্বশারি’ ওষুধ প্রয়োগে মাত্র সাতদিনেই করোনা থেকে শতভাগ সুস্থ হওয়া যায়।

সূত্র: হিন্দুস্তান টাইমস
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।